IPL 2024 Points Table: সুপার সানডে-র ডাবল ধামাকার আগে পয়েন্ট টেবলের দর্শন না করলেই নয়…

জ রবিবার রয়েছে ডাবল ধামাকা। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শুভমন গিলের গুজরাট টাইটান্স ও প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে, ভাইজ্যাগে মুখোমুখি হবে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস ও ঋতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংস। জোড়া ম্যাচ উপভোগ করার আগে একটু পয়েন্ট টেবলের দর্শন না করলেই নয়।

IPL 2024 Points Table: সুপার সানডে-র ডাবল ধামাকার আগে পয়েন্ট টেবলের দর্শন না করলেই নয়...
IPL 2024 Points Table: সুপার সানডে-র ডাবল ধামাকার আগে পয়েন্ট টেবলের দর্শন না করলেই নয়...
Follow Us:
| Updated on: Mar 31, 2024 | 1:00 AM

কলকাতা: ইয়ে তো স্রিফ ট্রেলার থা, পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত। এমনটাই হয়তো মনে করছেন আইপিএলে নজর রাখা ক্রিকেট প্রেমীরা। হইহই করে এগিয়ে চলেছে ১৭তম আইপিএল (IPL)। চলতি আইপিএলে এখনও অবধি মাত্র ১১টি ম্যাচ হয়েছে। এখনও অনেকগুলি ম্যাচ বাকি রয়েছে। ফাইনাল ২৬ মে। আজ রবিবার রয়েছে ডাবল ধামাকা। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শুভমন গিলের গুজরাট টাইটান্স ও প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে, ভাইজ্যাগে মুখোমুখি হবে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস ও ঋতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংস। জোড়া ম্যাচ উপভোগ করার আগে একটু পয়েন্ট টেবলের দর্শন না করলেই নয়। পয়েন্ট টেবলে হাল হকিকত সম্পর্কে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে বিস্তারিত জেনে নিন।

১৭তম আইপিএলের গ্রুপ পর্বের ১১টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল? রইল তথ্য…

১. চলতি আইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে ঋতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংস। ২টি ম্যাচ খেলে ২টিতেই জিতে সিএসকের নেট রান রেট হয়েছে +১.৯৭৯। পয়েন্ট ৪।

২. আইপিএলের পয়েন্ট টেবলের দুইয়ে রয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। জোড়া ম্যাচ খেলেছেন নাইটরা। ২টিতেই জেতার পর কেকেআরের নেট রান রেট +১.০৪৭। পয়েন্ট ৪।

৩. ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবলের তিনে রয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। রাজস্থানের নেট রান রেট +০.৮০০। ২ ম্যাচ খেলে ২টিতে জিতে পয়েন্ট ৪।

৪. চলতি আইপিএলের পয়েন্ট টেবলের ৪ নম্বরে রয়েছে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। অরেঞ্জ আর্মির নেট রান রেট +০.৬৭৫। পয়েন্ট ৪।

৫. ঘরের মাঠে শনি-রাতে জিতে পয়েন্ট টেবলে উন্নতি হয়েছে লখনউ সুপার জায়ান্টসের। লাস্ট বয় থেকে পাঁচে উঠেছে লখনউ। লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের নেট রান রেট +০.০২৫। পয়েন্ট ২।

৬. চলতি আইপিএলে ৩টি ম্যাচ খেলে ১টি জয় ও ২টি হারের পর পয়েন্ট টেবলের ছয়ে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। পঞ্জাবের নেট রান রেট -০.৩৩৭। পয়েন্ট ২।

৭. রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলের পয়েন্ট টেবলের সাতে রয়েছে। ৩টি ম্যাচ খেলে ১টি জয় ও ২টি হারের পর আরসিবির নেট রান রেট -০.৭১১। পয়েন্ট ২।

৮. আজ শুভমন গিলের গুজরাট টাইটান্সের ম্যাচ রয়েছে অরেঞ্জ আর্মির বিরুদ্ধে। এখনও অবধি ২টি ম্যাচ খেলে ১টি জয় ও ১টি হারের পর ঋদ্ধিমান সাহাদের নেট রান রেট -১.৪২৫। পয়েন্ট ২।

৯. ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস আইপিএলের পয়েন্ট টেবলের ৯ নম্বরে রয়েছে। দিল্লির নেট রান রেট -০.৫২৮। জোড়া ম্যাচ হেরে দিল্লির পয়েন্ট শূন্য।

১০. হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের পয়েন্ট টেবলের সবচেয়ে নীচে। মুম্বইয়ের নেট রান রেট -০.৯২৫। দিল্লির মতো জোড়া ম্যাচ হেরে মুম্বইয়ের পয়েন্টও শূন্য।