KKR, IPL 2024: নাইট শিবিরে ‘কভি খুশি কভি গম’ পরিস্থিতি, হঠাৎই ধোঁয়াশা দুই রানাকে নিয়ে
নাইটদের পরবর্তী ম্যাচ সোমবার রাতে, এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। আপাতত চেন্নাইয়ে পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছে গৌতম গম্ভীরের টিম। নাইট মেন্টর হয়ে গৌতম গম্ভীর ফেরার পর টানা ৩ জয়ের মুখ দেখল কেকেআর। স্বাভাবিকভাবেই টিমের সদস্য ও সমর্থকদের জন্য যা বেশ খুশির। কিন্তু নাইট শিবিরে 'কভি খুশি কভি গম' পরিস্থিতি। কারণ? কেকেআরের দুই রানা।
কলকাতা: তিনে তিন জয়, ঝুলিতে পয়েন্ট ছয়। আর আইপিএলের (IPL) পয়েন্ট টেবলে নাইটদের জয়। কারণ জয়ের হ্যাটট্রিক করে ১৭তম আইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। নাইটদের পরবর্তী ম্যাচ সোমবার রাতে, এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। আপাতত চেন্নাইয়ে পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছে গৌতম গম্ভীরের টিম। নাইট মেন্টর হয়ে গৌতম গম্ভীর ফেরার পর টানা ৩ জয়ের মুখ দেখল কেকেআর। স্বাভাবিকভাবেই টিমের সদস্য ও সমর্থকদের জন্য যা বেশ খুশির। কিন্তু নাইট শিবিরে ‘কভি খুশি কভি গম’ পরিস্থিতি। কারণ? কেকেআরের দুই রানা। এক, নীতীশ রানা (Nitish Rana) এবং দুই হর্ষিত রানা (Harshit Rana)।
হঠাৎ কী হল কেকেআরের দুই রানার?
প্রথমেই বলা যায় নীতীশ রানার কথা। কেকেআরের সহ-অধিনায়ক নীতীশ রানা। এ বারের আইপিএলে তিনি মাত্র ১টি ম্যাচ খেলেছিলেন। ইডেনে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। মাত্র ৯ রান করেছিলেন। তারপর নাইটদের পরের ২টি ম্যাচে নীতীশ রানাকে খেলতে দেখা যায়নি। হঠাৎ কেন রানা নেই কেকেআরের একাদশে সেই নিয়ে খোঁজ পড়েছিল। এরপর জানা যায় নীতীশ রানার আঙুলে চোট রয়েছে। তাঁর হেলথ আপডেট অবশ্য জানিয়েছেন নাইটদের নতুন তারকা অঙ্গকৃশ রঘুবংশী। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বিশাখাপত্তনমে কেকেআরের ম্যাচের পর তিনি জানিয়েছিলেন, তাঁর হাফসেঞ্চুরির পর সেলিব্রেশন নীতীশ রানার জন্য ছিল। কারণ তিনি চোটের কারণে খেলতে পারছেন না।
এ তো গেল নাইটদের পুরনো রানার কথা। আর চলতি মরসুমে ইডেনে কেকেআরের হিরো হয়ে ওঠা হর্ষিত রানার কী খবর? হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের মরসুমের প্রথম ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন হর্ষিত রানা। তারপর আরসিবির বিরুদ্ধে হর্ষিত ২ উইকেট নিয়েছিলেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টিমে ছিলেন, কিন্তু খেলেননি। কারণ কী? টিমের পক্ষ থেকে কিছু জানানো না হলেও, কেকেআরের ক্রিকেটাররা যখন চেন্নাইয়ে পৌঁছান সেই সময় হর্ষিতের এক ছবি ভাইরাল হয়েছে। বিমানবন্দর থেকে হর্ষিত বেরোনোর সময় দেখা যায় ডান হাতে সাপোর্টের জন্য একটি স্লিং পরে রয়েছেন তিনি। তা হলে কি তিনিও চোট পেয়েছেন? ধোঁয়াশা বাড়ছে এই কারণেই।
Harshit Rana is wearing an arm sling. 😐 pic.twitter.com/tK6WiFZ3XY
— KnightRidersXtra (@KRxtra) April 4, 2024