KKR, IPL 2024: মাহির চেন্নাইয়ে ‘নিষিদ্ধ’ কেকেআর! চাঞ্চল্যকর ভিডিয়ো ভাইরাল

Watch Video: প্রিয় টিমকে সমর্থন করার জন্য ক্রিকেট ম্যাচে দর্শকদের হাতে প্ল্যাকার্ড, পোস্টার, ব্যানার থাকাটাও খুব পরিচিত ছবি। কখনও কখনও ক্রিকেট ম্যাচ দেখতে আসা দর্শতদের গালে থাকে দলের নাম লেখা। রং-তুলির টানে ফুটে ওঠে ভালোবাসা। এই সব দৃশ্য ক্রিকেট ম্যাচের সময় যদি দেখা না যায়, তা হলে বরং অবাক হওয়ার কথা।

KKR, IPL 2024: মাহির চেন্নাইয়ে 'নিষিদ্ধ' কেকেআর! চাঞ্চল্যকর ভিডিয়ো ভাইরাল
KKR, IPL 2024: মাহির চেন্নাইয়ে 'নিষিদ্ধ' কেকেআর! চাঞ্চল্যকর ভিডিয়ো ভাইরালImage Credit source: IPL Website
Follow Us:
| Updated on: Apr 08, 2024 | 8:05 PM

কলকাতা: বাইশ গজে প্রিয় টিমের খেলা দেখতে গেলে গ্যালারিতে দর্শকরা গর্জন তো করবেন। আর সেটাই স্বাভাবিক। প্রিয় টিমকে সমর্থন করার জন্য তাঁদের হাতে প্ল্যাকার্ড, পোস্টার, ব্যানার থাকাটাও খুব পরিচিত ছবি। কখনও কখনও ক্রিকেট ম্যাচ দেখতে আসা দর্শতদের গালে থাকে দলের নাম লেখা। রং-তুলির টানে ফুটে ওঠে ভালোবাসা। এই সব দৃশ্য ক্রিকেট ম্যাচের সময় যদি দেখা না যায়, তা হলে বরং অবাক হওয়ার কথা। ১৭তম আইপিএলে (IPL) হঠাৎই ঘটল এক অপ্রীতিকর ঘটনা। চিপকে মুখোমুখি সিএসকে ও কেকেআর। ধোনি-রিঙ্কুদের সেই ম্যাচে কেকেআরের (KKR) সমর্থকদের পুরো সমর্থন দেখাতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, কেকেআরের অনুরাগীদের টিমের সমর্থনে সিএসকের বিরুদ্ধে চিপকের ম্যাচে পোস্টার, প্ল্যাকার্ড এবং ব্যানার নিয়ে মাঠে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, কয়েকজন নাইট জার্সি পরা সমর্থকদের হাত থেকে ব্যানার নিয়ে ভাঁজ করছেন এক ব্যক্তি। অপর এক ব্যাক্তির হাতে রয়েছে বেশ কয়েকটি কাগজের পোস্টার। এই ভিডিয়োর সত্যতা অবশ্য যাচাই করেনি টিভি নাইন বাংলা।

আইপিএলের সময় যে কোনও টিমের ঘরের মাঠে তাদের সাপোর্টার যে বেশি থাকবে এমনটাই প্রত্যাশিত। কিন্তু এমনটা কোথাও লেখা নেই যে হোম টিমের প্রতিপক্ষ যারা তাদের সমর্থন করতে ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকতে পারবেন না দর্শকরা। যে কারণে ওই ভিডিয়ো ভাইরাল হতেই নেটদুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। সকলের ব্যক্তিগত পছন্দ থাকে। সেই ভালোবাসা থেকেই অনেক সময় ইডেনেও দেখা যায় ধোনির জন্য হলুদ জার্সির ঢল। কখনও আবার বিরাটের সমর্থনে প্ল্যাকার্ড।

এ বারের আইপিএলে এমন ঘটনা অবশ্য নতুন নয়। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হার্দিকদের মরসুমের প্রথম হোম ম্যাচে রোহিতের সমর্থনে লেখা অনেক পোস্টার, ব্যানারও আটকে দেওয়া হয়েছিল। দর্শকরা তা নিয়ে মাঠে ঢুকতে পারেননি। এ বার চিপকে বিষয়টা একটু অন্যরকম। কারণ সিএসকের কোনও ক্রিকেটার বা সিএসকে টিমের প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে প্রবেশ করতে বাধা দেওয়া হয়নি।