KKR vs SRH, IPL 2021 Match 3 Result: জয় দিয়ে নাইটদের আইপিএল অভিযান শুরু
KKR vs SRH Live Score in Bengali: কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটস।
আইপিএলে (IPL) রবিবারের মেগা ম্যাচ। চেন্নাইয়ে মুখোমুখি ইওন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। টসে জিতে কলকাতাকে প্রথমে ব্যাট করতে পাঠান ডেভিড ওয়ার্নার। ১০ রানে এ বারের আইপিএলের প্রথম ম্যাচে জয় পেল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে কেকেআর তোলে ১৮৭ রান। রানা-ত্রিপাঠী জুটির লড়াকু ইনিংসের ওপর ভর করে হায়দরাবাদকে ১৮৮ রানের টার্গেট দেয় নাইটরা। কেকেআরের হয়ে সর্বোচ্চ রান করেছেন নীতিশ রানা (৮০) এবং রাহুল ত্রিপাঠী (৫৩)। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ রান করেছেন মনীশ পান্ডে (৬১) ও জনি বেয়ারস্টো (৫৫)।
A six off the final delivery from Manish Pandey, but #SRH fall short by 10 runs.@KKRiders with a comprehensive win in their first game of #VIVOIPL 2021 season.
Scorecard – https://t.co/yqAwBPCpkb #SRHvKKR pic.twitter.com/qdynz3QL2b
— IndianPremierLeague (@IPL) April 11, 2021
LIVE NEWS & UPDATES
-
১০ রানে জিতল কেকেআর
নির্ধারিত ২০ ওভারে হায়দরাবাদ ৫ উইকেট হারিয়ে তুলল ১৭৭ রান। ১০ রানে এ বারের আইপিএলের প্রথম ম্যাচে জয় পেল কলকাতা নাইট রাইডার্স।
OFF THE MARK WITH A WIN ?
IPL win number 1⃣0⃣0⃣ for our Knights in shining armour ?#KKRHaiTaiyaar #SRHvKKR #IPL2021 pic.twitter.com/0gSytblVPw
— KolkataKnightRiders (@KKRiders) April 11, 2021
-
১৯ ওভারে হায়দরাবাদ ১৬৬/৫
এই ওভারে দুটি ছক্কা মেরেছেন আব্দুল সামাদ।
-
-
শংকরকে ফেরালেন রাসেল
১৮ ওভারে হায়দরাবাদের স্কোর ৫ উইকেটে ১৫০। বিজয় শংকরকে ফেরালেন আন্দ্রে রাসেল। ১১ রান করে মাঠ ছাড়লেন শংকর।
-
১৭ ওভারে হায়দরাবাদ ১৪৪/৪
১৩ রান এসেছে এই ওভার থেকে।
-
মনীশের হাফ সেঞ্চুরি
৩৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন মনীশ পান্ডে।
-
-
১৬ ওভারে হায়দরাবাদ ১৩১/৪
এই ওভার থেকে এসেছে এক উইকেট ও ১২ রান।
-
মহম্মদ নবিকে ফেরালেন প্রসিধ
১৪ রান করে সাজঘরে ফিরলেন নবি।
-
১৫ ওভারে হায়দরাবাদ ১১৯ /৩
৬ রান এসেছে এই ওভার থেকে।
-
১৪ ওভারে হায়দরাবাদ ১১৩/৩
১১ রান এসেছে এই ওভার থেকে।
-
১৩ ওভারে হায়দরাবাদ ১০৩/২
এই ওভার থেকে এসেছে ২ রান ও ১ উইকেট।
-
বেয়ারস্টোকে ফেরালেন কামিন্স
৫৫ রান করে সাজঘরে ফিরলেন জনি বেয়ারস্টো।
-
১২ ওভারে শতরান
১২ ওভারে হায়দরাবাদ দলগত শতরান পূর্ণ করল।
-
বেয়ারস্টোর হাফ সেঞ্চুরি
৩১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন জনি বেয়ারস্টো।
-
১১ ওভারে হায়দরাবাদ ৮৯/২
এই ওভার থেকে এসেছে ১২ রান।
-
১০ ওভারে হায়দরাবাদ ৭৭/২
৮ রান এসেছে এই ওভার থেকে।
-
৯ ওভারে হায়দরাবাদ ৬৯/২
এই ওভার থেকে এসেছে ৯ রান
-
৮ ওভারে হায়দরাবাদ ৬০/২
এই ওভার থেকে এসেছে দুটি চার ও একটি ছয়।
-
৭ ওভারে হায়দরাবাদ ৪৫/২
১০ রান এসেছে এই ওভার থেকে।
-
পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়েছে ওয়ার্নাররা
৬ ওভারে হায়দরাবাদ ৩৫/২।
-
৫ ওভারে হায়দরাবাদ ৩২/২
সাকিব আল হাসানের এই ওভারে মনীশ পান্ডে ও জনি বেয়ারস্টোর ব্যাট থেকে এসেছে একটি চার ও একটি ছয়।
-
৪ ওভারে হায়দরাবাদ ২০/২
এই ওভার থেকে এসেছে ৯ রান।
-
৩ ওভারে হায়দরাবাদ ১১/২
এই ওভার থেকে এসেছে মাত্র এক রান। এবং এক উইকেট
-
সাহাকে ফেরালেন সাকিব
সাকিব আল হাসানের বলে ২.১ ওভারে ফিরে গেলেন ঋদ্ধিমান সাহা।
-
২ ওভারে হায়দরাবাদ ১০/১
এই ওভার থেকে এসেছে এক রান ও এক উইকেট।
-
ওয়ার্নারকে ফেরালেন প্রসিধ
৩ রান করে ফিরলেন অধিনায়ক ওয়ার্নার
-
১ ওভারে হায়দরাবাদ ৮/০
প্রথম ওভারে ঋদ্ধিমানের ব্যাট থেকে এসেছে একটি ছয়
-
হায়দরাবাদের ইনিংস শুরু
ওপেনিংয়ে নামলেন ঋদ্ধিমান সাহা ও ডেভিড ওয়ার্নার
-
হায়দরাবাদের টার্গেট ১৮৮
কেকেআর নির্ধারিত ২০ ওভারে তোলে ১৮৭ রান।
-
১৯ ওভারে কেকেআর ১৭১/৫
এই ওভার থেকে এসেছে ৯ রান।
-
১৮ ওভারে কেকেআর ১৬২/৫
এই ওভারে ২উইকেট তুলে নিয়েছে হায়দরাবাদ। এসেছে মাত্র ৩ রান।
-
ফের উইকেট পতন নাইটদের
পরপর দুই বলে মর্গ্যান ও রানাকে ফেরালেন মহম্মদ নবি।
-
সেঞ্চুরি হল না রানার
৮০ রান করে আউট হলেন নীতিশ রানা।
-
হায়বাদের জন্য সফল ওভার
১৭ ওভারে রশিদ খান ফেরালেন আন্দ্রে রাসেলকে। ৭ রান এসেছে এই ওভার থেকে।
-
রাসেলকে ফেরালেন রশিদ
৫ রান করে মাঠ ছাড়লেন আন্দ্রে রাসেল।
-
১৬ ওভারে কেকেআর ১৫২/২
সফল ওভার হায়দরাবাদের। এই ওভার থেকে এসেছে ৭ রান ও এক উইকেট।
-
ত্রিপাঠী ফিরলেন সাজঘরে
হাফ সেঞ্চুরির পরই আউট হলেন রাহুল ত্রিপাঠী। দারুণ ক্যাচ নিলেন ঋদ্ধিমান সাহা। ৫৩ রান করে মাঠ ছাড়লেন রাহুল।
A ????????? knock from comes to an end ?
Well played, Rahul ?#KKRHaiTaiyaar #SRHvKKR #IPL2021 pic.twitter.com/eem0tzDVJ3
— KolkataKnightRiders (@KKRiders) April 11, 2021
-
১৫ ওভারে কেকেআর ১৪৫/১
এই ওভার থেকে এসেছে তিনটি ৪ ও একটি ছয়। মোট ১৯ রান।
-
রাহুল ত্রিপাঠীর হাফ সেঞ্চুরি
আইপিএল কেরিয়ারে ষষ্ঠ হাফ সেঞ্চুরি রাহুল ত্রিপাঠীর।
-
১৪ ওভারে কেকেআর ১২৬/১
এই ওভার থেকে এসেছে ১২ রান। রানার ব্যাট থেকে এসেছে একটি ছয়ও।
-
১৩ ওভারে কেকেআর ১১৪/১
৯ রান এসেছে এই ওভার থেকে। নাইটদের হয়ে ভালো শুরু রানা-ত্রিপাঠী জুটির।
-
১২ ওভারে কেকেআর ১০৬/১
ক্রিজে রানা-ত্রিপাঠী। এই ওভার থেকে এসেছে ১৩ রান।
-
কেকেআরের শতরান পূর্ণ
১১.৩ ওভারে কেকেআর দলগত শতরান পূর্ণ করল।
-
১১ ওভারে কেকেআর ৯২/১
এই ওভার থেকে এসেছে ৯ রান
-
১০ ওভারে কেকেআর ৮৩/১
প্রথম ১০ ওভারে কেকেআর এক উইকেট হারিয়ে তুলেছে ৮৩ রান। এই ওভার থেকে এসেছে ১৪ রান।
-
রানার হাফ সেঞ্চুরি
১০ ওভারের শেষ বলে ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন নীতিশ রানা।
Starting #IPL2021 the right way! ?@NitishRana_27 #KKRHaiTaiyaar #SRHvKKR pic.twitter.com/ImQ4PkBmj0
— KolkataKnightRiders (@KKRiders) April 11, 2021
-
৯ ওভারে কেকেআর ৬৯/১
ক্রিজে রানা-ত্রিপাঠী। এই ওভার থেকে এসেছে ৫ রান।
-
৮ ওভারে কেকেআর ৬৪/১
গিল ফিরে যাওয়ার পর ক্রিজে নতুন ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠী। এই ওভার থেকে এসেছে ১১ রান।
-
৭ ওভারে কেকেআর ৫৩/১
হায়দরাবাদের জন্য সফল ওভার। রশিদ খান নিয়েছেন শুভমন গিলের উইকেট। এই ওভার থেকে এসেছে মাত্র ৩ রান।
-
নাইট ওপেনার শুভমনকে ফেরালেন রশিদ
রশিদ খানের গুগলিতে প্রথম উইকেট হারাল কেকেআর। ওপেনার শুভমন ১৫ রান করে মাঠ ছাড়লেন।
-
পাওয়ার প্লে-তে সফল কেকেআর
কোনও উইকেট না হারিয়ে ভালো শুরু কেকেআরের। পাওয়ার প্লে-তে নাইটদের স্কোর বিনা উইকেটে ৫০।
-
কেকেআরের ৫০ রান পূর্ণ
৫.৪ ওভারে কেকেআর দলগত ৫০ রান পূর্ণ করল।
-
৫ ওভারে কেকেআর ৪৫/০
পঞ্চম ওভারে টি নটরাজনের প্রথম বলেই ছক্কা দিয়ে শুরু করেন শুভমন গিল। এই ওভার থেকে এসেছে ১২ রান।
-
৪ ওভারে কেকেআর ৩৩/০
চতুর্থ ওভারে চারের হ্যাটট্রিক নীতিশ রানার। এই ওভার থেকে এসেছে ১৪ রান।
-
৩ ওভারে কেকেআর ১৯/০
তৃতীয় ওভারে ভুবনেশ্বর কুমারের প্রথম বলেই চার দিয়ে শুরু করেন শুভমন গিল। এই ওভার থেকে এসেছে ৬ রান।
-
২ ওভারে কেকেআর ১৩/০
দ্বিতীয় ওভার থেকে এসেছে ৯ রান। এই ওভারে দুটি চার এসেছে রানার ব্যাট থেকে।
-
১ ওভারে কেকেআর ৪/০
ভুবনেশ্বর কুমারের প্রথম বলেই ৪ দিয়ে কেকেআরের এ বারের আইপিএল অভিযান শুরু করলেন নীতিশ রানা।
-
কেকেআরের ইনিংস শুরু
নাইটদের হয়ে ওপেনিংয়ে নামলেন শুভমন গিল ও নীতিশ রানা।
-
কেকেআরের জার্সিতে অভিষেক হরভজনের
কেকেআরের জার্সিতে অভিষেক হল হরভজন সিংয়ের। নাইটদের হয়ে প্রথম আইপিএল ম্যাচ খেলবেন ভাজ্জি।
A look at the Playing XI for #SRHvKKR
Live – https://t.co/yqAwBPCpkb #VIVOIPL https://t.co/LVGHyXNXLT pic.twitter.com/43Wk6giuw8
— IndianPremierLeague (@IPL) April 11, 2021
-
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ
কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ: শুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠী, ইওন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), প্যাট কামিন্স, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, বরুণ চক্রবর্তী, হরভজন সিং, প্রসিধ কৃষ্ণা
TEAM NEWS IS IN! ?@Sah75official slots right back into the XI as @harbhajan_singh makes his debut in Purple and Gold ?#KKRHaiTaiyaar #SRHvKKR #IPL2021 pic.twitter.com/hHQBjBuheo
— KolkataKnightRiders (@KKRiders) April 11, 2021
-
সানরাইরার্জ হায়দরাবাদের প্রথম একাদশ
সানরাইরার্জ হায়দরাবাদের প্রথম একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), মণীশ পাণ্ডে, জনি বেয়ারস্টো, বিজয় শংকর, মহম্মদ নবি, আব্দুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, টি নটরাজন
-
কোন দলের পাল্লা ভারি?
আইপিএলে এখনও পর্যন্ত মোট ১৯ বার মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। তার মধ্যে ১২ বার জিতেছে কেকেআর। ৭ বার জিতেছে হায়দরাবাদ।
Hello and welcome to Match 3 of the #VIVOIPL @davidwarner31‘s #SRH will be up against @Eoin16-led #KolkataKnightRiders.
Which side will come out on top and start their campaign on a winning note❓#SRHvKKR pic.twitter.com/V0r49p44He
— IndianPremierLeague (@IPL) April 11, 2021
-
টস জিতল হায়দরাবাদ
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডেভিড ওয়ার্নার।
Toss News – #SRH have won the toss and they will bowl first against #KKR at Chennai.
Live – https://t.co/yqAwBPCpkb #VIVOIPL #SRHvKKR pic.twitter.com/f8pmqOY67r
— IndianPremierLeague (@IPL) April 11, 2021
Published On - Apr 11,2021 11:13 PM