KL Rahul: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে নেই, কবে মাঠে নামবেন রাহুল?

Asia Cup 2023: এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা হওয়ার পর অধিনায়ক রোহিত শর্মা এবং নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর এক প্রেস কনফারেন্স করেন। স্বাভাবিক ভাবেই সেখানে তাঁদের শ্রেয়স আইয়ার এবং লোকেশ রাহুলের ফিটনেস নিয়ে প্রশ্ন করা হয়।

KL Rahul: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে নেই, কবে মাঠে নামবেন রাহুল?
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে নেই, কবে মাঠে নামবেন রাহুল?Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2023 | 4:31 PM

নয়াদিল্লি: প্রত্যাশা মতো এশিয়া কাপের আগে জাতীয় দলে প্রত্যাবর্তন হল লোকেশ রাহুলের (KL Rahul)। ভারতের এশিয়া কাপ (Asia Cup 2023) স্কোয়াডে জ্বলজ্বলও করছে তাঁর নাম। কিন্তু ভারতীয় দলে কামব্যাকের ভালো দিনেই এল রাহুলকে নিয়ে এক খারাপ খবর। আসন্ন এশিয়া কাপের প্রথম ম্যাচে সম্ভবত খেলবেন না লোকেশ রাহুল। নয়াদিল্লিতে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার পর সাংবাদিক সম্মেলনে রাহুলকে নিয়ে এই আপডেট দিয়েছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর (Ajit Agarkar)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা হওয়ার পর অধিনায়ক রোহিত শর্মা এবং নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর এক প্রেস কনফারেন্স করেন। স্বাভাবিক ভাবেই সেখানে তাঁদের শ্রেয়স আইয়ার এবং লোকেশ রাহুলের ফিটনেস নিয়ে প্রশ্ন করা হয়। দু’জনই চোট সারিয়ে দলে ফিরেছেন। শ্রেয়স আইয়ার পুরোপুরি ফিট হলেও, রাহুল নন। আসলে চোট সারিয়ে ফিরলেও, রাহুলকে নিয়ে চিন্তা কমছে না। ফলে এ বারের এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচে তো বটেই, শুরুর দিকের কয়েকটা ম্যাচ রাহুলের নাও খেলা হতে পারে।

রাহুলকে কবে মাঠে দেখা যাবে তা নিয়ে অজিত আগরকর নিজেই সংশয় প্রকাশ করেছেন। তা হলে তিনি কেন টিমে? প্রেস কনফারেন্সে অজিত আগরকর বলেন, ‘শ্রেয়স আইয়ারকে পুরোপুরি ফিট বলে ঘোষণা করা হয়েছে। এটা একটা দারুণ খবর। লোকেশ রাহুল পুরোপুরি চোটমুক্ত নয়। তাই সঞ্জু স্যামসন রিজার্ভ প্লেয়ার হিসেবে দলের সঙ্গে সফর করবে। তবে আমরা আশাবাদী রাহুল এশিয়া কাপে ভারতের দ্বিতীয় বা তৃতীয় ম্যাচের আগে ফিট হয়ে উঠবে। রাহুল-শ্রেয়স দু’জনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্লেয়ার।’

অর্থাৎ নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকরের কথা থেকেই পরিষ্কার, এ বারের এশিয়া কাপে ভারতের হয়ে প্রথম ম্যাচ খেলবেন না লোকেশ রাহুল। উল্লেখ্য, এ বারের এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে যাত্রা শুরু করবে ভারত। অর্থাৎ, ভারত-পাকিস্তান ম্যাচে দেখা যাবে না রাহুলকে। এ বার দেখার কবে তিনি নীল জার্সি চাপিয়ে এশিয়া কাপের ম্যাচ খেলতে নামেন।