KL Rahul: রাহুলের ব্যাটিং নিয়ে নীরবতা ভাঙলেন প্রসাদ

India vs Australia-Venkatesh Prasad : দীর্ঘ কয়েক বছর জাতীয় দলে খেললেও সমালোচনার মুখে পড়েন কেএল রাহুল। সেই প্রসঙ্গে প্রসাদ বলেন, 'রাহুলকে আমি সম্মান করি, ভালোবাসি।'

KL Rahul: রাহুলের ব্যাটিং নিয়ে নীরবতা ভাঙলেন প্রসাদ
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 21, 2023 | 7:46 PM

নয়াদিল্লি: দীর্ঘ খরা কাটিয়ে রানে ফিরেছেন লোকেশ রাহুল। ওয়াংখেড়েতে প্রথম একদিনের ম্যাচে রাহুলের অপরাজিত ৭৫ রানের ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারায় ভারত। ১৮৯ রান তাড়া করতে গিয়ে চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন কেএল রাহুল। সমস্ত সমালোচনার জবাব দিয়ে গুরুত্বপূর্ণ সময়ে দলের হাল ধরেন। অপরাজিত ৭৫ রানের দুরন্ত ইনিংস উপহার দেন। যদিও দ্বিতীয় একদিনের ম্যাচে ব্যর্থ হয় ভারতের ব্যাটিং বিভাগ। বুধবার সিরিজের শেষ একদিনের ম্যাচ। চেন্নাইয়ে শেষ একদিনের ম্যাচের আগে রাহুলকে নিয়ে প্রতিক্রিয়া ভেঙ্কটেশ প্রসাদের। প্রথম একদিনের ম্যাচের পর রাহুলের ব্যাটিং নিয়ে টুইট করেছিলেন প্রসাদ। এরপর এক সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে আরও অনেক প্রতিক্রিয়া দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। বিস্তারিত TV9Bangla-য়।

বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম দু-ম্য়াচে ব্য়র্থ হয়েছিলেন রাহুল। সে সময় তাঁকে সমালোচনায় ভরিয়ে দিয়েছিলেন প্রসাদ। মুম্বইয়ে ম্য়াচ জেতানো ইনিংসের পর টুইটে প্রসাদ লিখেছিলেন, ‘চাপের মুখে দুরন্ত ইনিংস রাহুলের। অসাধারণ ব্যাটিং। যোগ্য সঙ্গত রবীন্দ্র জাডেজার।’ এই টুইটের পর সমালোচনার মুখে পড়েন প্রসাদ। মাঝে দীর্ঘ সময় ব্যাটিং ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন রাহুল। একটা ভালো ইনিংসেই প্রসাদের প্রশংসা দেখে অনেক ক্রিকেট অনুরাগীরাই একহাত নেন। যদিও বাইরের মন্তব্য নিয়ে মাথা ঘামাচ্ছেন না প্রাক্তন পেসার।

রাহুলের প্রসঙ্গে প্রসাদ বলেন, ‘কারও বিরুদ্ধে আমি কিছু বলতে চাই না। তবে যেটা অনুভব করি, সেটাই বলি। কেউ কেউ সেটাকে মেনে নেয়। কারও কাছে তা গ্রহণযোগ্য হয় না। শুধু কেএল রাহুল নয়, সরফরাজ খানকে নিয়েও আমি মন্তব্য করেছি এর আগে। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম করে চলেছে সরফরাজ। আমার মন্তব্যকে অনেকেই গুরুত্ব সহকারে দেখে। আবার অনেকে সমালোচনা করে।’

দীর্ঘ কয়েক বছর জাতীয় দলে খেললেও সমালোচনার মুখে পড়েন কেএল রাহুল। সেই প্রসঙ্গে প্রসাদ বলেন, ‘রাহুলকে আমি সম্মান করি, ভালোবাসি। অনূর্ধ্ব-১৬ পর্যায় থেকে ওকে দেখছি। প্রায় ১৫ বছর ধরে ওকে খেলতে দেখছি। কর্ণাটক, এনসিএ কিংবা জাতীয় দল- বিভিন্ন জায়গায় ওর সঙ্গে কাজও করেছি। তবে এটা বলতেই হয়, ওকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। ওর মধ্যে প্রতিভাও আছে অনেক। তবে সেই প্রতিভাকে ও এখনও ঠিকভাবে কাজে লাগাতে পারেনি। আমি নিশ্চিত, আগামী কয়েক মাসের মধ্যে ও আরও ভালো ব্যাটার হয়ে উঠবে। আমি কোনও খারাপ ভাবে বলছি না। যেটা মনে হয়েছে সেটাই বলছি।’