India vs South Africa: ধারাবাহিকতা না দেখাতে পারাটাই আমাদের ব্যর্থতা: বিরাট

ম্যাচের পর ভারত অধিনায়ক বলেন, 'বেশ উপভোগ্য টেস্ট সিরিজ। কঠিন লড়াই হয়েছে দুই দলের মধ্যেই। আমরা প্রথম ম্যাচ ভালো খেললেও দঃ আফ্রিকা দারুণ ভাবে ফিরে এসেছে। শেষ দুটো টেস্টেই ওরা খুব ভালো খেলেছে। আমাদের মনঃসংযোগ হারিয়ে যায়। আর সেটাই ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ওরা আমাদের দুর্বলতাকে কাজে লাগায়। বিদেশে সফর করার সময় আমাদের ধারাবাহিকতা বজায় রাখা উচিত। আমরা সেটা দেখাতে পারিনি। আমাদের ভুল করতে ওরা বাধ্য করেছে।'

India vs South Africa: ধারাবাহিকতা না দেখাতে পারাটাই আমাদের ব্যর্থতা: বিরাট
ভারতীয় দল। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jan 14, 2022 | 6:50 PM

কেপটাউন: ১-০ এগিয়ে থেকেও ১-২ হার। দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটিতে এ বারও অধরা টেস্ট সিরিজ। আগেও বহুবার এমনটা হয়েছে। সিরিজে এগিয়ে থেকেও সিরিজ হারতে হয়েছে ভারতকে (Indian Cricket Team)। এবারও তার অন্যথা হল না। সেঞ্চুরিয়ন (Centurion) টেস্ট জিতেও জো’বার্গ আর কেপটাউনে (Capetown) হার। ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই বিরাট (Virat Kohli)-রাহুলদের (KL Rahul) টেক্কা দিলেন এলগার-রাবাদারা। ম্যাচ শেষে ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিলেন। দলের ব্যাটিং বিভাগ ক্লিক না করলেও, সরাসরি ব্যাটারদের বিরুদ্ধে অভিযোগ করলেন না বিরাট কোহলি। বরং ভালো জিনিসগুলোকে সঙ্গী করেই সামনের দিকে এগনোর বার্তা দিলেন। দঃ আফ্রিকা যে পিছিয়ে পড়েও দুরন্ত ভাবে টেস্ট সিরিজ জয় করে নিয়েছে, তা স্বীকার করলেন কোহলি।

ম্যাচের পর ভারত অধিনায়ক বলেন, ‘বেশ উপভোগ্য টেস্ট সিরিজ। কঠিন লড়াই হয়েছে দুই দলের মধ্যেই। আমরা প্রথম ম্যাচ ভালো খেললেও দঃ আফ্রিকা দারুণ ভাবে ফিরে এসেছে। শেষ দুটো টেস্টেই ওরা খুব ভালো খেলেছে। আমাদের মনঃসংযোগ হারিয়ে যায়। আর সেটাই ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ওরা আমাদের দুর্বলতাকে কাজে লাগায়। বিদেশে সফর করার সময় আমাদের ধারাবাহিকতা বজায় রাখা উচিত। আমরা সেটা দেখাতে পারিনি। আমাদের ভুল করতে ওরা বাধ্য করেছে।’

একই সঙ্গে বিরাট যোগ করে বলেন, ‘আমাদের ভালো ব্যাটিংয়ের দিকে আরও নজর দেওয়া উচিত। দুটো ম্যাচেই ব্যাটিং ব্যর্থতার জন্য আমরা হেরেছি। ওটা নিয়ে ভাবতে হবে। দঃ আফ্রিকায় আমরা দঃ আফ্রিকাকে হারাব, সবাই সেটা প্রত্যাশা করে আমাদের থেকে। কিন্তু আমরা পারিনি, এটাই বাস্তব। মেনে নিতে হবে। আরও প্রবল ভাবে ফিরে আসতে হবে। যে ভাবে কেএ রাহুল ব্যাটিং করেছে, ওপেনিংয়ে ময়াঙ্ক আস্থা জুগিয়েছে তা বেশ প্রশংসনীয়। ঋষভ পন্থ অনবদ্য। এই ভালো দিকগুলোকে নিয়েই এগিয়ে যেতে হবে।’

টেস্ট সিরিজ হারের পর এ বার একদিনের সিরিজে বদলা নেওয়ার সুযোগ ভারতীয় দলের সামনে। একদিনের ক্রিকেটে নেতৃত্ব খোয়ানোর পর প্রথমবার ক্রিকেটার হিসেবে মাঠে নামবেন বিরাট কোহলি। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে জানাতেও ভুললেন না, একদিনের সিরিজে প্রবল ভাবে ফিরে আসতে মরিয়া তিনি।

আরও পড়ুন: India vs South Africa: তারুণ্য দিয়েই বিরাটের অভিজ্ঞ ভারতকে সিরিজে হারাল দক্ষিণ আফ্রিকা