IPL 2023 : চিপকে সম্মুখসমরে রোহিত-ক্রুণালের দল, হাসি ফুটবে কাদের মুখে?
LSG vs MI Eliminator, IPL 2023: চলতি আইপিএলে আজ এলিমিনেটর ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। আজ হারলেই একটি দলের এ বারের মতো আইপিএল যাত্রা শেষ। লখনউ বনাম মুম্বই ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি।
চেন্নাই : চলতি আইপিএলের গ্রুপ পর্ব শেষ। এ বার টুর্নামেন্টের লাস্ট ল্যাপ চলছে। ২৮ মে এ বারের আইপিএলের (IPL 2023) ফাইনাল। আজ চিপকের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চলতি মরসুমের এলিমিনেটর। মুখোমুখি ক্রুণাল পান্ডিয়ার লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আজ যারা জিতবে তারা ফাইনালের টিকিট পাওয়ার আর একটা সুযোগ পাবে। হারলে এ বারের মতো আইপিএল থেকে বিদায়। ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন MI সানরাইজার্স হায়দরাবাদকে গ্রুপ পর্বে হারিয়ে প্লে অফে উঠেছে। অন্যদিকে কেকেআরকে হারিয়ে প্লে অফে জায়গা করে নেওয়া তৃতীয় দল লখনউ। আজ লখনউ বনাম মুম্বইয়ের এই ম্যাচে ২ দলের কয়েকজন ক্রিকেটার বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আজ বুধবার আইপিএলে লখনউ বনাম মুম্বই ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি —
১) রোহিত শর্মা – আইপিএলে ক্যাচের সেঞ্চুরির রেকর্ড পূর্ণ হওয়া থেকে ২ ক্যাচ দূরে রয়েছেন রোহিত।
২) পীযুষ চাওলা – টি-২০ ক্রিকেটে ৩০০টি উইকেটের রেকর্ড পূর্ণ হওয়া থেকে ৪টি উইকেট দূরে রয়েছেন পীযুষ চাওলা।
৩) সূর্যকুমার যাদব – আইপিএলে ৩৫০টি চারের রেকর্ড পূর্ণ করার জন্য সূর্যকুমার যাদবের চাই আর ১০টি চার। টি-২০ ক্রিকেটে ৬৫০০ রানের মাইলস্টোন স্পর্শ করার জন্য চাই ৯১ রান।
৪) ঈশান কিষাণ – মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২ হাজার রানের রেকর্ড গড়তে হলে ঈশান কিষাণকে করতে হবে আর ১০ রান। পাশাপাশি মুম্বইয়ের জার্সিতে ছক্কার সেঞ্চুরি থেকে ১০টি ছয় দূরে রয়েছেন তিনি।
৫) ক্রুণাল পান্ডিয়া – টি-২০ ক্রিকেটে ২০০টি চারের রেকর্ড থেকে ৬টি চার দূরে রয়েছেন ক্রুণাল পান্ডিয়া।
৬) কুইন্টন ডি’কক – লখনউ সুপার জায়ান্টসের উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি’ককের টি-২০ ক্রিকেটে ৩৫০টি ছক্কার মাইলস্টোন পূর্ণ করার জন্য ডি’ককের চাই আর ১টি ছয়। একইসঙ্গে আইপিএলে ৩ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার জন্য তাঁর চাই ৯৩ রান।
৭) মার্কাস স্টইনিস – টি-২০ ক্রিকেটে ৪০০টি চারের মাইলস্টোন পূর্ণ করতে হলে স্টইনিসকে আর ২টি চার মারতে হবে।
৮) মহসিন খান – টি-২০ ক্রিকেটে উইকেটের হাফসেঞ্চুরি পূর্ণ করার জন্য মহসিন খানের প্রয়োজন আর ১টি উইকেট।