T20 World Cup 2024: সুযোগ, মঞ্চ দুই-ই প্রস্তুত; মেন ইন ব্লু পারবে বিশ্বকাপে বাজিমাত করতে?
Team India: আজ, বুধবার টিম ইন্ডিয়ার (Team India) টি-২০ বিশ্বকাপ সফর শুরু হচ্ছে। অন্যান্য বারের মতো এ বারও রোহিতদের হাতে বিশ্বকাপের স্বপ্ন দেখছেন ভারতীয় ক্রিকেট প্রেমী। দেশের এক প্রাক্তন ক্রিকেটার এই পরিস্থিতিতে জানিয়েছেন, বিশ্বকাপে সফল হওয়ার জন্য ভারতীয় দলের কী করা উচিত।
কলকাতা: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) ট্রফি ভারতীয় শিবিরে কবে আসবে? এই প্রশ্ন অনেক ক্রিকেট প্রেমীর মনে ঘুরপাক খাচ্ছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত এ বার কি পারবে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে দেশে ফিরতে? এই প্রশ্নও পাশাপাশি রয়েছে। আজ, বুধবার টিম ইন্ডিয়ার (Team India) বিশ্বকাপ সফর শুরু হচ্ছে। অন্যান্য বারের মতো এ বারও রোহিতদের হাতে বিশ্বকাপের স্বপ্ন দেখছেন ভারতীয় ক্রিকেট প্রেমী। দেশের এক প্রাক্তন ক্রিকেটার এই পরিস্থিতিতে জানিয়েছেন, বিশ্বকাপে সফল হওয়ার জন্য ভারতীয় দলের কী করা উচিত।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, ‘অনেক সুযোগ রয়েছে। একটা সত্যি কথা বলি। আয়না মিথ্যে বলে না। আমরা ২০০৭ সালে বিশ্বকাপ জিতেছিলাম। সে বার উদ্বোধনী সংস্করণ ছিল। তারপর আমরা সত্যিই প্রত্যাশা পূরণ করতে পারিনি। আমরা ২০১৪ সালে বাংলাদেশে ফাইনাল খেলেছিলাম। আমরা অনেকবার সেমিফাইনাল খেলেছি। কিন্তু সেমিফাইনাল তো আর জয়ের লক্ষণ নয়।’
এ বারই রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো ক্রিকেটারদের শেষ টি-২০ বিশ্বকাপ হতে চলেছে। আকাশ চোপড়া এই পরিস্থিতিতে ভারতীয় টিমের উদ্দেশ্যে জানিয়েছেন, শুধু ফাইনালে পৌঁছলেই হবে না। জিততেও হবে। আকাশের কথায়, ‘সফল হওয়ার জন্য ভারতকে পোডিয়াম ফিনিশ করতে হবে। শীর্ষ দুইয়ে শেষ করাটা ন্যূনতম। সব সময় ফাইনাল আপনার পক্ষে নাও যেতে পারে। আমি মনে করি অনেকের এটা শেষ বিশ্বকাপ। তাই অনেকেই চায় এ বার বিশ্বকাপ তাঁদের হাতে আসুক।’
ভারতীয় টিমের সফল হওয়ার জন্য ধারাবাহিকতা দেখাতে হবে। আকাশের কথায়, ‘রোহিত শর্মা হয়তো অতি আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করবে। পরিকল্পনা খুব বেশি বদল হবে বলে মনে হয় না। এমন বিশ্বাস করো না যে, প্রতি বার প্রথম ৬ ওভারে ৬০ রান করে ফেলব। আয়ারল্যান্ডের বোলিং আক্রমণ ভালো। আমি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ম্যাচগুলোর কথা বলছি না। পাকিস্তানের মতো আসল ম্যাচের কথা বলছি।’ এই রবিবার রয়েছে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। তার আগে দুটো দলই বিশ্বকাপে একটা করে ম্যাচ খেলে নেবে।