T20 World Cup 2022: শেষ ওভার অবধি লড়েও হার নামিবিয়ার, এক পা দিয়ে রাখল নেদারল্যান্ডস
Netherlands: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নামিবিয়া। পরিসংখ্যান বলছে এই মাঠে প্রথম দিকের ম্যাচে রান তাড়া করা তুলনামূলক সহজ। ভরসা দিতে ব্য়র্থ নামিবিয়ার টপ ফোর।
জিলং : টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) এই ম্যাচ জিতলে কার্যত সুপার ১২ নিশ্চিত হয়ে যেত নামিবিয়ার (Namibia)। প্রথম ম্যাচে তারা শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে হারানোয় এমন কিছুই প্রত্যাশা ছিল। এ দিন নিজেদের দ্বিতীয় ম্যাচে শেষ ওভার অবধি লড়াই। যদিও পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল না। নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হার নামিবিয়ার। টানা দ্বিতীয় ম্যাচ জিতে সুপার ১২-এ এক পা দিয়ে রাখল নেদারল্যান্ডস (Netherlands)। তাদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন ২২ বছরের অলরাউন্ডার বাস ডি লিড। নামিবিয়ার সম্ভাবনাও একেবারে শেষ হয়ে যায়নি। দিনের দ্বিতীয় ম্যাচ এবং গ্রুপে শেষ ম্যাচে আরব আমিরশাহির বিরুদ্ধে তাদের ফল কী হয়, সে দিকেই নজর থাকবে। খবর রাখবে TV9Bangla-ও। গ্রুপ এ-তে আপাতত শীর্ষস্থানে নেদারল্যান্ডস।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নামিবিয়া। পরিসংখ্যান বলছে এই মাঠে প্রথম দিকের ম্যাচে রান তাড়া করা তুলনামূলক সহজ। ভরসা দিতে ব্য়র্থ নামিবিয়ার টপ ফোর। মাইকেল ভ্যান লিঙ্গেন ২০ রান করলেও মন্থর ইনিংস। স্টিফেন বার্ড, নিকোল লফ্টি দু-জনই রানের খাতা খুলতে পারেননি। নামিবিয়া ইনিংসে টানা দ্বিতীয় ম্যাচে ভালো পারফরম্যান্স জান ফ্রাইলিঙ্কের। তাঁর ৪৩ রানই ইনিংসে সর্বাধিক। অভিজ্ঞ ডেভিড উইজে মাত্র ৫টি বল খেলার সুযোগ পেলেন। করলেন ১১ রান। তাঁকে আরও আগে নামানো হলে চিত্র কিছুটা হলেও বদলাতে পারত। নেদারল্যান্ডসের হয়ে দুটি উইকেট নিলেন বাস ডি লিড। দুটো ক্যাচও নিয়েছেন এই অলরাউন্ডার। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে মাত্র ১২১ রান করে নামিবিয়া।
রান তাড়ায় অযথা তাড়াহুড়ো করেনি নেদারল্যান্ডস। উইকেট হাতে রেখে ইনিং এগনোর দিকেই মন দেয় তারা। নিজেদের চেষ্টায় সফল। ওপেনিং জুটি ৫৯ রান যোগ করে ম্যাক্স ও ডড এবং বিক্রম সিং। তবে দুই ওপেনার ফিরতেই সাময়িক চাপে পড়ে নেদারল্যান্ডস। এক প্রান্ত থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। জোহানেস স্মিথ ২ উইকেট নেন। ব্যাটিংয়ের পাশাশাপাশি বল হাতে সফল জান ফ্রাইলিঙ্ক। ৪ ওভারে একটি মেডেন সহ ১৬ রান দিয়ে ১ উইকেট। অধিনায়ক জেরার্ড এরাসমাস উইকেট না পেলেও ৩ ওভারে মাত্র ১৩ রান দেন। শেষ ওভারে ৬ রান প্রয়োজন ছিল নেদারল্যান্ডসের। তিনে নামা বাস ডি লিড স্নায়ুর চাপ সামলে দলকে জেতান। ম্যাচের সেরার পুরস্কারও জেতেন বাস ডি লিড।