Rinku Singh: বিরাট-রোহিতের সঙ্গে…! রিঙ্কু সিংয়ের এখনও বিশ্বাস হয় না
রিঙ্কু সিংকে ভালোবাসেন না, ভারতীয় টিমে এমন ক্রিকেটার খুঁজে পাওয়া কঠিন। তাঁর অনুরাগীর সংখ্যাও দিন দিন বাড়ছে। রোহিত-বিরাটের মতো সিনিয়র ক্রিকেটারের কাছে অল্প সময়েই ভালোবাসা আদায় করে নিয়েছেন আলিগড়ের ছেলে।
কলকাতা: ভারতীয় ক্রিকেটের রো-কো জুটি অনেকের প্রিয়। দেশের একাধিক তরুণ ক্রিকেটার তাঁদের সঙ্গে খেলার, ড্রেসিংরুম শেয়ার করার স্বপ্ন দেখেন। আর যাঁদের সেই স্বপ্নপূরণ হয়, তাঁরা নিজেদের ভাগ্যবান মনে করেন। আলিগড়ের ছেলে রিঙ্কু সিং (Rinku Singh) বরাবর স্বপ্ন দেখতেন দেশের হয়ে খেলার। তাঁর সেই স্বপ্ন সত্যি হয়েছে। শুধু তাই নয়, রিঙ্কুর বরাবরের স্বপ্ন ছিল বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে খেলা এবং তাঁদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা। তাঁর এই স্বপ্নপূরণও হয়েছে। আর তারপর ঠিক কেমন অনুভূতি হয়েছিল রিঙ্কুর? কেকেআর তারকা নিজেই তা জানিয়েছেন।
রিঙ্কু সিংকে ভালোবাসেন না, ভারতীয় টিমে এমন ক্রিকেটার খুঁজে পাওয়া কঠিন। তাঁর অনুরাগীর সংখ্যাও দিন দিন বাড়ছে। রোহিত-বিরাটের মতো সিনিয়র ক্রিকেটারের কাছে অল্প সময়েই ভালোবাসা আদায় করে নিয়েছেন রিঙ্কু সিং। ভারতীয় টিমে বিরাট-রোহিত দুজনই বড় দাদা রিঙ্কুর। তাঁদের সঙ্গে খেলার স্বপ্নপূরণ হওয়া প্রসঙ্গে রিঙ্কু বলেন, ‘আমার স্বপ্ন ছিল বিরাট কোহলি ও রোহিত শর্মার সঙ্গে খেলা। যখন আমি ওদের সঙ্গে খেলেছি এবং ড্রেসিংরুম শেয়ার করেছি সেই মুহূর্তটা আমার কাছে অত্যন্ত আনন্দময়। একেবারে অবাস্তব মনে হয়েছিল।’
৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে দলীপ ট্রফি। সেখানে প্রথম রাউন্ডের যে স্কোয়াড ঘোষণা হয়েছে, তাতে রিঙ্কু সিং সুযোগ পাননি। তাতে অবশ্য নাইট তারকা হতাশ নন। সম্প্রতি তিনি স্পোর্টস তক-এ এক সাক্ষাৎকারে দলীপ ট্রফির টিমে সুযোগ না পাওয়া নিয়ে বলেন, ‘আমি হতাশ নই। গত মরসুমে ঘরোয়া ক্রিকেটে খুব বেশি ম্যাচ খেলিনি। সীমিত সুযোগে আমি ভালো পারফর্মও করতে পারিনি। রঞ্জি ট্রফিতে ২-৩টি ম্যাচ খেলেছিলাম। আমার মনে হয় এই জন্যই দলীপ ট্রফির টিমে জায়গা হয়নি। হতে পারে দ্বিতীয় রাউন্ডে আমাকে সুযোগ দেওয়া হবে।’