Riyan Parag: KKR-এর হর্ষিত নয়, কলম্বোয় অভিষেক রিয়ান পরাগের; বিরাট তুলে দিলেন ডেবিউ ক্যাপ

IND vs SL: কলম্বোর আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে আজ, বুধবার ভারত ও শ্রীলঙ্কার তৃতীয় ওডিআই ম্যাচ। এই ম্যাচে ভারতের একাদশে ২টি পরিবর্তন হয়েছে। ওডিআই ফর্ম্যাটে অভিষেক ডেবিউ হল অসমের তরুণ ক্রিকেটার রিয়ান পরাগের।

Riyan Parag: KKR-এর হর্ষিত নয়, কলম্বোয় অভিষেক রিয়ান পরাগের; বিরাট তুলে দিলেন ডেবিউ ক্যাপ
Riyan Parag: KKR-এর হর্ষিত নয়, কলম্বোয় অভিষেক রিয়ান পরাগের; বিরাট তুলে দিলেন ডেবিউ ক্যাপImage Credit source: BCCI
Follow Us:
| Updated on: Aug 07, 2024 | 2:59 PM

কলকাতা: শ্রীলঙ্কা থেকে একটিও ওডিআই ম্যাচ জিতে দেশে ফিরতে পারবেন রোহিত শর্মারা? ২৭ বছর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে ভারত হেরেছিল। সেই সময় অর্জুন রণতুঙ্গার শ্রীলঙ্কা ৩-০ ব্যবধানে হারিয়েছিল সচিন তেন্ডুলকরের ভারতকে। এ বার কি চরিথ আসালঙ্কার শ্রীলঙ্কা রোহিত ব্রিগেডকে ২-০ ব্যবধানে ওডিআই সিরিজে হারাবে? মেন ইন ব্লু একেবারেই তা চায় না। ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওডিআই সিরিজের শেষ ম্যাচ আজ। টস জিতেছেন লঙ্কান ক্যাপ্টেন। বেছে নিয়েছেন প্রথমে ব্যাটিং। কলম্বোয় আজ ওডিআই ডেবিউ হল রিয়ান পরাগের (Riyan Parag)। বিরাট কোহলির হাত থেকে তিনি পেয়েছেন ওডিআই ডেবিউ ক্যাপ।

এ বছরের ৬ জুলাই হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে রিয়ান পরাগের টি-২০ অভিষেক হয়েছিল। অসমের প্রথম ক্রিকেটার হিসেবে জাতীয় দলে খেলার নজির গড়েছেন রিয়ান পরাগ। এ বার ওডিআই ফর্ম্যাটেও তাঁর এন্ট্রি হল। শ্রীলঙ্কার বিরুদ্ধে টসের সময় ভারত অধিনায়ক জানান, রিয়ান পরাগের অভিষেক হচ্ছে। এবং কেএল রাহুল ও অর্শদীপ সিং এই ম্যাচে নেই। উইকেটকিপার ব্যাটার হিসেবে তৃতীয় ওডিআইতে সুযোগ পেয়েছেন ঋষভ পন্থ।

বিরাট কোহলির হাত থেকে হাসিমুখে ওডিআই অভিষেক ক্যাপ নেন রিয়ান পরাগ। তিনি পেয়েছেন ভারতের ২৫৬ নম্বর ওডিআই ক্যাপ। টি-টোয়েন্টির পর এ বার রিয়ান পরাগ ভারতের হয়ে ওডিআই খেলা প্রথম ক্রিকেটার হওয়ার নজির গড়লেন। এ বার দেখার অভিষেক ম্যাচে ব্যাটে-বলে কেমন পারফর্ম করেন এই তরুণ অলরাউন্ডার।

ক্রিকেট মহলে অনেকেই বলাবলি করছিলেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে ভারতের একাদশে পরিবর্তন হবে। তা হয়েছে। রিয়ান পরাগের অভিষেক হল। কিন্তু কেকেআরের হর্ষিত রানা সুযোগ পেলেন না। ফলে বলতে হচ্ছে তাঁর অপেক্ষা বাড়ল।