IND vs SL: ভিডিয়ো: কলম্বোয় কেনাকাটি করতে শপিং মলে রোহিত-শ্রেয়সরা, তারপর…

Watch Video: শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচ জিতে সিরিজ ড্র করাই রোহিত ব্রিগেডের লক্ষ্য। তার আগে অবশ্য ভারতীয় টিমের ক্যাপ্টেন এবং আরও কয়েকজন ক্রিকেটার কলম্বোয় গেলেন কেনাকাটি করতে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

IND vs SL: ভিডিয়ো: কলম্বোয় কেনাকাটি করতে শপিং মলে রোহিত-শ্রেয়সরা, তারপর...
IND vs SL: ভিডিয়ো: কলম্বোয় কেনাকাটি করতে শপিং মলে রোহিত-শ্রেয়সরা, তারপর...Image Credit source: X
Follow Us:
| Updated on: Aug 06, 2024 | 6:21 PM

কলকাতা: ভারতীয় টিমের এ বার শ্রীলঙ্কা সফর (India Tour of Sri Lanka) শেষ হওয়ার পালা। অবশ্য তার আগে বুধবার রয়েছে ওডিআই সিরিজের শেষ ম্যাচ। ভারতীয় সময় অনুযায়ী আগামিকাল দুপুর ২.৩০ মিনিট থেকে শুরু হবে ভারত-শ্রীলঙ্কার (IND vs SL) তৃতীয় ওডিআই। এই সিরিজ জেতা টিম ইন্ডিয়ার পক্ষে অসম্ভব। কারণ, ৩ ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচ টাই হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ভারত হেরেছিল। এ বার তৃতীয় ম্যাচ জিতে সিরিজ ড্র করাই রোহিত ব্রিগেডের লক্ষ্য। তার আগে অবশ্য ভারতীয় টিমের ক্যাপ্টেন এবং আরও কয়েকজন ক্রিকেটার কলম্বোয় গেলেন কেনাকাটি করতে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বিদেশ সফরে ভারতীয় ক্রিকেটাররা গেলেই, সুযোগ পেলে সেখানে বেড়াতে বেরিয়ে পড়েন। খাওয়া-দাওয়া, জমিয়ে কেনাকাটা করাও থাকে উইশলিস্টে। এ বার শ্রীলঙ্কায় গিয়ে ওডিআই সিরিজের ফাঁকে সময় পেতেই রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দররা গেলেন কলম্বোর এক শপিং মলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে রোহিত-শ্রেয়সদের সঙ্গে গৌতম গম্ভীরের সহকারী কোচ অভিষেক নায়ারও রয়েছেন।

ওই ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, রোহিত-শ্রেয়স-সুন্দররা চলমান সিঁড়ি দিয়ে নামছেন। সেই সময় রোহিত শর্মার হাতে একটি শপিং ব্যাগও দেখা যায়। ভিডিয়োটি দেখে আন্দাজ করা যায়, সেই শপিং মলে উপস্থিত কোনও ব্যক্তি সেটি ক্যামেরাবন্দি করেছেন। এই ভিডিয়ো ছাড়াও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তৃতীয় ওডিআইয়ের আগে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের অনুশীলনের কিছু ভিডিয়োও। এক ভিডিয়োতে দেখা গিয়েছে, টিম বাস থেকে নামছেন রোহিত শর্মা। আর এক ভিডিয়োতে দেখা গিয়েছে ব্যাট এবং অনুশীলনের বিভিন্ন সরঞ্জাম নিয়ে মাঠে ঢুকছেন বিরাট কোহলি।