Rohit Sharma: KKR এর বিরুদ্ধে ইমপ্যাক্ট প্লেয়ার, রোহিতের চোট নিয়ে হঠাৎই টেনশন ভারতীয় ক্রিকেটে

MI, IPL 2024: ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুক্রবার রাতে হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সকে (MI) ২৪ রানে হারিয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (KKR)। ওই ম্যাচের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের লেগ স্পিনার পীযুষ চাওলা জানিয়েছেন রোহিত কেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কেকেআরের বিরুদ্ধে খেলেছিলেন।

Rohit Sharma: KKR এর বিরুদ্ধে ইমপ্যাক্ট প্লেয়ার, রোহিতের চোট নিয়ে হঠাৎই টেনশন ভারতীয় ক্রিকেটে
রোহিত চোটের জন্যই KKR এর বিরুদ্ধে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছেন? সামনে এল সত্যিটাImage Credit source: BCCI
Follow Us:
| Updated on: May 04, 2024 | 1:07 PM

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হঠাৎ করেই ভারত অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়ে অনেকেই চিন্তায় পড়েছেন। কিন্তু কেন? আসলে রোহিত শর্মা শুক্রবারের আইপিএল (IPL) ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের একাদশে ছিলেন না। তিনি ছিলেন ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায়। তারপর থেকেই অনেকের আশঙ্কা হচ্ছিল, রোহিত হয়তো চোট পেয়েছেন। যার ফলে কোনও ঝুঁকি না নিতেই একাদশে না রেখে তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রাখা হয়েছিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুক্রবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সকে (MI) ২৪ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ওই ম্যাচের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের লেগ স্পিনার পীযুষ চাওলা জানিয়েছেন রোহিত কেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কেকেআরের বিরুদ্ধে খেলেছিলেন।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে কেকেআরকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাটিং করে ১ বল বাকি থাকতেই ১৬৯ রান তুলে অল আউট হয় কলকাতা নাইট রাইডার্স। ১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ওপেনিংয়ে নেমেছিলেন রোহিত শর্মা। ১২ বলে ১১ রান করে মাঠ ছাড়েন রোহিত। তাঁর উইকেট নেন সুনীল নারিন। ম্যাচের শেষে মুম্বইয়ের লেগ স্পিনার পীযুষ চাওলা জানান, রোহিতের পিঠে হালকা ব্যথা রয়েছে।

মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ঘরের মাঠে কেন কেকেআরের বিরুদ্ধে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছেন, এই প্রসঙ্গে পীযুষ চাওলা বলেন, ‘ওর পিঠে অল্প ব্যথা রয়েছে। তাই সতর্কতা অবলম্বন করা হল।’ উল্লেখ্য কেকেআরের বিরুদ্ধে মুম্বইয়ের হারের দিন রেকর্ড গড়েছেন ৩৫ বছরের পীযুষ চাওলা। আইপিএল কেরিয়ারে তাঁর মোট উইকেটের সংখ্যা দাঁড়ায় ১৮৪। তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারী বোলার।