IPL 2023 : দলের জয়েও স্বস্তিতে নেই বাটলার! শূন্যে আউট হওয়ার পর এ বার গুনতে হচ্ছে জরিমানা
Jos Buttler in IPL 2023 : ইডেনে কেকেআরকে (KKR) হারিয়ে পয়েন্ট টেবলের তিন নম্বরে উঠেছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (RR)। একদিকে দলের উন্নতি হয়েছে। তবে দলের জয়েও স্বস্তিতে নেই পিঙ্ক আর্মির তারকা ওপেনার জস বাটলার। কারণ তাঁকে গুনতে হচ্ছে বড় জরিমানা।
কলকাতা : ফর্মে থাকা ক্রিকেটার যে প্রতি ম্যাচেই ভালো পারফর্ম করবেন তেমন কোনও কথা নেই। গত বারের আইপিএলের অরেঞ্জ ক্যাপজয়ী তারকা ক্রিকেটার রাজস্থান রয়্যালসের জস বাটলারের (Jos Buttler) চলতি আইপিএল (IPL 2023) পারফরম্যান্স দেখলে চোখে পড়বে কখনও তাঁর ব্যাটে রান মিলেছে, তো কখনও আবার শূন্যে আউট হয়েছেন তিনি। ক্রিকেটের নন্দনকাননে বৃহস্পতিবার রাতে রাজস্থান রয়্যালসের তরুণ তুর্কি যশস্বী জয়সওয়ালের ব্যাটে রানের ঝড় উঠেছিল। চলতি আইপিএলে পিঙ্ক আর্মির তরুণ তুর্কি আরও একটা অনবদ্য ইনিংস উপহার দিলেন। অন্যদিকে তাঁর সঙ্গে ওপেনিংয়ে নামা বাটলার ক্রিকেটের নন্দনকানন থেকে ‘ডাক’ হয়ে ফেরেন। এরপর পিঙ্ক আর্মি জিতলেও, বাটলারের স্বস্তি নেই। আর স্বস্তিতে থাকবেনই বা কী করে বাটলার? একে রান পাননি, তার ওপর তাঁকে গুনতে হচ্ছে জরিমানা। কিন্তু কেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
কেন জরিমানা হল রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলারের?
লক্ষ্মীবারে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩ বল খেলে আউট হওয়ার পর মাঠের মধ্যে বিরক্তি প্রকাশ করতে দেখা যায় বাটলারকে। তাঁর আচরণের জন্য ম্যাচ ফি-র ১০ শতাংশ কাটা হয়েছে। আসলে বৃহস্পতিবার রাজস্থানের হয়ে ব্যাট করতে নেমে শূন্য রানে আউট হন বাটলার। আন্দ্রে রাসেল রান আউট করেন বাটলারকে। কম রানের টার্গেট তাড়া করতে গিয়ে শুরুতেই উইকেট হারিয়ে ফেলায় হতাশ হন বাটলার। তিনি আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পথে মাঠের মধ্যে রাগ প্রকাশ করে ফেলেন। যার ফলে পরবর্তীতে আইপিএলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বাটলারের শাস্তির কথা জানানো হয়েছে।
আইপিএলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘রাজস্থান রয়্যালসের ব্যাটার জস বাটলার আইপিএলের কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করেছেন। তাই তাঁর ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হল। আইপিএলের কোড অফ কন্ডাক্টের আর্টিকেলের ২.২ ধারার লেভেল ১ অপরাধ স্বীকার করেছেন বাটলার। আইপিএলের নিয়ম অনুসারে লেভেল ১ অপরাধের জন্য ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত হয়।’