IPL 2021: মুম্বইয়ের বিরুদ্ধে হায়দরাবাদের মহম্মদ নবির নয়া রেকর্ড
রোহিতদের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) আফগান তারকা অলরাউন্ডার মহম্মদ নবি (Mohammad Nabi) এক নয়া রেকর্ড গড়েছেন।
আবু ধাবি: মুম্বই ইন্ডিয়ান্সের ( Mumbai Indians) বিরুদ্ধে ৪২ রানে শুক্রবারের ম্যাচ হারলেও, ওই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) হয়ে খেলা আফগান তারকা অলরাউন্ডার মহম্মদ নবি (Mohammad Nabi) এক নয়া রেকর্ড গড়েছেন। আইপিএলের (IPL) এক ম্যাচে কোনও ফিল্ডারের সব থেকে বেশি ক্যাচ (Catch) নেওয়ার রেকর্ড এখন মহম্মদ নবির ঝুলিতে।
৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সদের সঙ্গে লিগ পর্বের শেষ ম্যাচে মোট ৫টি উইকেট নিয়েছেন অরেঞ্জ আর্মির মহম্মদ নবি। মুম্বইয়েক যে ক্রিকেটাররা নবির হাতে ক্যাচ দিয়ে মাঠ ছেড়েছেন তাঁরা হলেন, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জেমস নিশাম, ক্রুণাল পান্ডিয়া ও নাথান কুল্টর নাইল।
What a catch ? pic.twitter.com/VJwjS8fwMv
— Sunaina Gosh (@Sunainagosh7) October 8, 2021
এর আগে উইকেটকিপার হিসেবে কুমার সঙ্গকারা আইপিএলের এক ম্যাচে ৫টি ক্যাচ নিয়েছিলেন। ২০১১ সালে ডেকান চার্জার্সের হয়ে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৫টি ক্যাচ নিয়েছিলেন। মহম্মদ নবি রোহিতদের বিরুদ্ধে ৩ ওভারের ৩৩ রান দেন। কোনও উইকেট পাননি। কিন্তু পাঁচ পাঁচটি গুরুত্বপূর্ণ ক্যাচ নিয়েছেন। তবে ব্যাট হাতে তিনি কিন্তু জ্বলে উঠতে পারেননি। মাত্র ৩ রান করে আউট হন তিনি। পীযূষ চাওলা ফেরান মহম্মদ নবিকে।
VIVO Perfect Catch of the Match award between @SunRisers and @mipaltan goes to Mohammad Nabi. @Vivo_India #VIVOPerfectCatchOfTheMatch #VIVOIPL pic.twitter.com/6eoPTljABp
— IndianPremierLeague (@IPL) October 8, 2021
ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে নবি বলেন, “যখন ক্যাচগুলো আসবে, তখন তা তো নেবই। সম্ভাবনাগুলো ধরে রাখাটা গুরুত্বপূর্ণ, আমি আমার ফিল্ডিংয়ের দিকে মনোনিবেশ করি। আমি পাঁচটি ক্যাচ নিয়েছিলাম এবং সেই ক্যাচগুলো নিয়ে ভালোই লেগেছিল।” আরবদেশে হায়দরাবাদের হয়ে ওই ম্যাচেই প্রথম খেলার সুযোগ পেয়েছিলেন নবি।
দীর্ঘদিন খেলার সুযোগ না পেয়ে নবি বলেন, “একজন ক্রিকেটার হিসাবে, বেঞ্চে বসে থাকা এবং তারপর হঠাৎ খেলার জন্য নির্বাচিত হওয়াটা কঠিন। এটা আমাদের শেষ ম্যাচ, তাই ম্যানেজমেন্ট আমাকে বলেছিল যে আমি স্বাধীনভাবে খেলতে পারি। আমি ইকোনমিক স্পেল দিয়ে বোল করার চেষ্টা করেছিলাম, মুম্বই ভালো শুরু করেছিল। আমি একটা সুযোগ পেয়েছি, তবে অনেকদিন পর ম্যাচে খেলাটা কিন্তু কঠিন।”
আরও পড়ুন: IPL 2021: এই জয়ে দলের আত্মবিশ্বাস অনেকটা বাড়বে: কোহলি
আরও পড়ুন: IPL 2021: আইপিএলে তরুণদের ছটা