T20 World Cup 2024: ভারত ও বিশ্বকাপ ট্রফির মাঝে কাঁটা সেই ‘অপয়া’ রিচার্ড কেটেলবরো!
IND vs SA, T20WC Final: কাপ জয়ের শেষ লড়াইয়ে ভারতের পিছু ছাড়ছেন না এক ব্যক্তি। যিনি টিম ইন্ডিয়ার জন্য একাধিক আইসিসি ইভেন্টে 'অপয়া' প্রমাণিত হয়েছেন। কথা হচ্ছে আম্পায়ার রিচার্ড কেটেলবরোকে (Richard Kettleborough) নিয়ে।
কলকাতা: বিশ্বকাপ ফাইনালের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। বার্বাডোজে আজ টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) মহারণ। মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। কাপ জয়ের শেষ লড়াইয়ে ভারতের পিছু ছাড়ছেন না এক ব্যক্তি। যিনি টিম ইন্ডিয়ার জন্য একাধিক আইসিসি ইভেন্টে ‘অপয়া’ প্রমাণিত হয়েছেন। কথা হচ্ছে আম্পায়ার রিচার্ড কেটেলবরোকে (Richard Kettleborough) নিয়ে। বিশ্বমঞ্চে মোট ৭ বার রিচার্ড কেটেলবরো গাঁট পেরোতে পারেনি টিম ইন্ডিয়া (Team India)। এ বার ভারত ও বিশ্বকাপ ট্রফি মাঝে ফের কাঁটা সেই আনলাকি কেটেলবরো।
এ বারের টি-২০ বিশ্বকাপের ফাইনালে আম্পায়ার হিসেবে থাকছেন রিচার্ড কেটেলবরো। কিন্তু তাও একটু স্বস্তি রয়েছে ভারতের। কারণ এ বার টেলিভিশন আম্পায়ার হিসেবে আইসিসি তাঁর নাম ঘোষণা করেছে। অর্থাৎ তিনি ভারত-দক্ষিণ আফ্রিকা বিশ্বকার ফাইনালে অন ফিল্ড আম্পায়ারিং করবেন না। থাকছেন থার্ড আম্পায়ার হিসেবে।
এক ঝলকে দেখে নিন সেই সব ম্যাচ, যে গুলিতে আম্পায়ারিং করেছিলেন রিচার্ড কেটেলবরো, আর হেরেছিল টিম ইন্ডিয়া —
- ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল, শ্রীলঙ্কার কাছে টিম ইন্ডিয়া হেরেছিল।
- ২০১৫ সালের ওডিআই বিশ্বকাপ সেমিফাইনাল, অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরেছিল।
- ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনাল, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেরেছিল টিম ইন্ডিয়া।
- ২০১৭ চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল, পাকিস্তানের বিরুদ্ধে হেরেছিল টিম ইন্ডিয়া।
- ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপ সেমিফাইনাল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেছিল ভারত।
- ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল টিম ভারত।
- ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনাল, অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল টিম ইন্ডিয়া।
.@ImRo45 & Rahul Dravid examine the pitch before the big finale! 🧐
What does the pitch look like to #RohitSharma and #RahulDravid as they inspect the Barbados pitch along with the #TeamIndia support staff? 😮#Final 👉 #INDvSA | TODAY, 6 PM | #T20WorldCupOnStar pic.twitter.com/QSIa5JQupB
— Star Sports (@StarSportsIndia) June 29, 2024