Virat Kohli: হার্দিককে বিদ্রুপ করা বন্ধ করো… ওয়াংখেড়েতে দিল জিতলেন কিং কোহলি

Hardik Pandya: অ্যাওয়ে ম্যাচে তো বটেই, এ বারের আইপিএলে ঘরের মাঠেও হার্দিককে ধিক্কার জানিয়েছেন একাধিক দর্শক। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরসিবির বিরুদ্ধে ম্যাচেও গ্যালারির দর্শকরা ঠিক একই কাজ করছিলেন। তাঁদের এই আচরণ ভালোভাবে নেননি বিরাট কোহলি। এ বার তিনি হার্দিকের পাশে দাঁড়ালেন।

Virat Kohli: হার্দিককে বিদ্রুপ করা বন্ধ করো... ওয়াংখেড়েতে দিল জিতলেন কিং কোহলি
হার্দিককে বিদ্রুপ করা বন্ধ করো... ওয়াংখেড়েতে দিল জিতলেন কিং কোহলিImage Credit source: BCCI
Follow Us:
| Updated on: Apr 12, 2024 | 1:09 PM

কলকাতা: বিরাট কোহলি (Virat Kohli) এমন একটা মানুষটা, যিনি বার বার সমর্থকদের মন জিতে নেন। এ বারের আইপিএলে বার বার দর্শকদের কটাক্ষের শিকার হয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তি দর্শকদের উদ্দেশ্যে বলেছিলেন, হার্দিককে যেন তাঁরা কটাক্ষ না করেন। কারণ, তাঁকে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন বানিয়েছে টিম ম্যানেজমেন্ট। ফলে তাঁর দিকে আঙুল তোলার মানে হয় না। অ্যাওয়ে ম্যাচে তো বটেই, এ বারের আইপিএলে (IPL) ঘরের মাঠেও হার্দিককে ধিক্কার জানিয়েছেন একাধিক দর্শক। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরসিবির বিরুদ্ধে ম্যাচেও গ্যালারির দর্শকরা ঠিক একই কাজ করছিলেন। তাঁদের এই আচরণ ভালোভাবে নেননি বিরাট কোহলি। এ বার তিনি হার্দিকের পাশে দাঁড়ালেন।

সোশ্যাল মিডিয়া সাইট X এ বিরাট কোহলির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ওয়াংখেড়েতে মুম্বই-আরসিবি ম্যাচ চলাকালীন গ্যালারিতে থাকা দর্শকদের বিরাট বার্তা দেন, হার্দিককে যেন কটাক্ষ না করা হয়। মুম্বই রান তাড়া করার সময় হার্দিক পান্ডিয়া যখন ব্যাটিংয়ে নামেন সেই সময় ওয়াংখেড়ের দর্শকদের উদ্দেশ্যে বিরাট জানান, সকলে যেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ককে সমর্থন করেন। হার্দিক পান্ডিয়া দেশের জার্সিতেও খেলেন। সে কথাও মনে করিয়ে দেন বিরাট। কিং কোহলির সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সকলে তাঁর বড় মনের কথা নিয়ে আলোচনা করছেন।

বৃহস্পতিবার আইপিএলের ম্যাচে ফাফ ডু’প্লেসির আরসিবিকে ঘরের মাঠে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ওই ম্যাচের শেষে দেখা যায় মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে আলিঙ্গন করছেন বিরাট কোহলি। সেই ছবি নেটিজ়েনদের মন জয় করে নিয়েছে।

পরবর্তীতে হার্দিক পান্ডিয়াকে নিয়ে আরও এক ভিডিয়ো দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামের দর্শকরা হার্দিক… হার্দিক… নামে স্লোগান দিচ্ছেন।