Virat Kohli: কানপুরেই সুযোগ, বিরাট রেকর্ড গড়তে কোহলির চাই ৩৫ রান
India vs Bangladesh 2nd Test: নেট প্র্যাক্টিস ও ম্যাচের যে বিরাট ফারাক, তা বলাই যায়। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে হতাশ করেছিলেন। দ্বিতীয় ইনিংসে হয়তো বড় রান আসতে পারত। কিন্তু ভুল বোঝাবুঝিতে ডিআরএস না নেওয়ায় বড় ইনিংস আসেনি। কানপুর টেস্টে বড় রেকর্ড গড়তে পারেন বিরাট কোহলি।
দীর্ঘ সময় পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন বিরাট কোহলি। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলেছিলেন। এরপর আর লাল-বলে ম্যাচ প্র্যাক্টিস হয়নি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ছিলেন না বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে প্রত্যাবর্তনে হতাশ করেছেন। চেন্নাইতে ভারতীয় দলের শিবির হয়েছে। তবে নেট প্র্যাক্টিস ও ম্যাচের যে বিরাট ফারাক, তা বলাই যায়। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে হতাশ করেছিলেন। দ্বিতীয় ইনিংসে হয়তো বড় রান আসতে পারত। কিন্তু ভুল বোঝাবুঝিতে ডিআরএস না নেওয়ায় বড় ইনিংস আসেনি। কানপুর টেস্টে বড় রেকর্ড গড়তে পারেন বিরাট কোহলি।
কানপুরে ২৭ সেপ্টেম্বর শুরু ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচে ৩৫ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান পূর্ণ হবে বিরাট কোহলির। দ্রুততম হিসেবে এই রেকর্ড গড়বেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৭ হাজার রানের মাইলফলকের রেকর্ড রয়েছে মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকরের দখলে।
সচিন তেন্ডুলকর আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রানে পৌঁছেছিলেন ৬২৩ ইনিংসে। বিরাট কোহলির কাছে এই রেকর্ড ছাপিয়ে যাওয়ার প্রচুর সময় রয়েছে। কোহলি এখনও অবধি খেলেছেন মাত্র ৫৯৩ ইনিংস। তবে ৩৫ রানের জন্য বিরাট কোহলির মতো ব্যাটারের খুব বেশি সময় নেবেন না আশা করাই যায়। কানপুরে প্রথম ইনিংসেই তা হয়ে যেতে পারে।
এই সিরিজে বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক ছুঁতে পারেন, এমনটাও প্রত্যাশা করা হয়েছিল। যদিও প্রথম টেস্টে বড় রান না পাওয়ায় এই মাইলফলক নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিরাটের চাই আরও ১২৯ রান। কানপুরে ২ ইনিংসে এই রান করতে পারলেই টেস্টে ৯ হাজারের ক্লাবে যোগ দেবেন বিরাট কোহলি।