Indian Cricket Team: ভারত, শ্রীলঙ্কার জয়ের পর WTC পয়েন্ট টেবলে যা পরিবর্তন হল…
World Test Championship: উদ্বোধনী সংস্করণে বিরাট কোহলির নেতৃত্বে। ফাইনালে উঠলেও নিউজিল্যান্ডের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। গত সংস্করণে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের। এ বারও ফাইনালের দৌড়ে রয়েছে ভারত।
ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২৮০ রানের জয়। অন্যদিকে, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। এই দুই ম্যাচের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলেও পরিবর্তন হয়েছে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের গত দুই সংস্করণে ফাইনালে উঠেছিল ভারত। উদ্বোধনী সংস্করণে বিরাট কোহলির নেতৃত্বে। ফাইনালে উঠলেও নিউজিল্যান্ডের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। গত সংস্করণে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের। এ বারও ফাইনালের দৌড়ে রয়েছে ভারত।
বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবলে শীর্ষস্থান আরও মজবুত করেছে ভারত। এই সাইকেলে ১০টি টেস্ট খেলেছে ভারত। এর মধ্যে ৭টি জয়, ২টি হার ও একটি ড্র। ভারতের পয়েন্টের শতাংশ ৭১.৬৭। দ্বিতীয় স্থানে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট শতাংশ ৬২.৫০। শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড টেস্ট রুদ্ধশ্বাস পরিস্থিতিতে ছিল। হার-জিতের মাঝে দাঁড়িয়েছিলেন রাচিন রবীন্দ্র। শ্রীলঙ্কার স্পিনার প্রভাত জয়সূর্যর দাপটে রবীন্দ্র আর নিউজিল্যান্ডের নায়ক হয়ে উঠতে পারেননি।
কিউয়িদের হারিয়ে পয়েন্ট টেবলেও ব্যপক উন্নতি। নিউজিল্যান্ডকে সরিয়ে পয়েন্ট টেবলে তিনে উঠে এল শ্রীলঙ্কা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান সাইকেলে ৮ ম্যাচের মধ্যে ৪টি করে জয় ও হার। পয়েন্ট পার্সেন্টেজ ৫০। চতুর্থ স্থানে নিউজিল্যান্ড। পাকিস্তানকে ২-০ হারিয়ে চারে উঠে এসেছিল বাংলাদেশ। তবে ভারতের কাছে হারের পর বাংলাদেশ আপাতত ছয় নম্বরে।