T20I: অনূর্ধ্ব-১৯এ যাত্রা শুরু হয়েছিল একসঙ্গে, বিরাট অবসর নিলেও কারা T20Is খেলা চালিয়ে যাচ্ছেন?

Virat Kohli: বার্বাডোজে বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে (International T20 Cricket) বিদায় জানান কোহলি। তবে তিনি একা নন, একই দিনে ভারত অধিনায়ক রোহিত শর্মাও জানিয়ে দেন, দেশের হয়ে আর তিনি টি-২০ ক্রিকেটে খেলবেন না।

T20I: অনূর্ধ্ব-১৯এ যাত্রা শুরু হয়েছিল একসঙ্গে, বিরাট অবসর নিলেও কারা T20Is খেলা চালিয়ে যাচ্ছেন?
T20I: অনূর্ধ্ব-১৯ এ যাত্রা শুরু হয়েছিল একসঙ্গে, বিরাট অবসর নিলেও কারা T20Is খেলা চালিয়ে যাচ্ছেন?Image Credit source: X
Follow Us:
| Updated on: Aug 24, 2024 | 7:00 AM

কলকাতা: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে কি বড্ড বেশি তাড়াতাড়ি বিদায় জানিয়ে দিলেন বিরাট কোহলি? তাঁর অনুরাগীদের মনে এই প্রশ্ন প্রায়ই আসে। বার্বাডোজে বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে (International T20 Cricket) বিদায় জানান কোহলি। তবে তিনি একা নন, একই দিনে ভারত অধিনায়ক রোহিত শর্মাও জানিয়ে দেন, দেশের হয়ে আর তিনি টি-২০ ক্রিকেটে খেলবেন না। বিরাট-রোহিতরা আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নেওয়ার পর অনেক ভারতীয় অনুরাগীদের মন ভারাক্রান্ত হয়েছিল। কিন্তু একটাই স্বস্তি তাঁদের যে, বিরাট ও রোহিত ওডিআই এবং টেস্ট খেলা ছাড়েননি। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন অনূর্ধ্ব-১৯ স্তরে বিরাটের কোন ব্যাচমেটরা এখনও তাঁদের দেশের হয়ে টি-২০ ক্রিকেটে খেলছেন।

বিরাট কোহলি তো নিয়েছেন অবসর, তাঁর অনূর্ধ্ব-১৯ ব্যাচমেটদের কারা এখনও দেশের হয়ে টি-২০ ক্রিকেটে খেলছেন?

এই খবরটিও পড়ুন

  • কেন উইলিয়ামসন – নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার এখনও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানননি।
  • টিম সাউদি – কেন উইলিয়ামসনের মতো নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার টিম সাউদি এখনও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানননি।
  • মার্কাস স্টইনিস – অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার এখনও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানননি।
  • স্টিভ স্মিথ – মার্কাস স্টইনিসের মতো অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ এখনও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানননি।
  • জস হ্যাজেলউড – মার্কাস স্টইনিস, স্টিভ স্মিথের মতো অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার জস এখনও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানননি।
  • জেমস ফকনার – মার্কাস স্টইনিস, স্টিভ স্মিথের মতো অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার জেমস ফকনার এখনও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানননি।
  • ইমাদ ওয়াসিম – পাকিস্তানের তারকা ক্রিকেটার এখনও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানননি।
  • আহমেদ শেহজাদ – ইমাদ ওয়াসিমের মতো পাকিস্তানের তারকা ক্রিকেটার আহমেদ শেহজাদ এখনও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানননি।
  • মনীশ পাণ্ডে – ভারতের তারকা ক্রিকেটার এখনও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানননি।
  • ক্রিস ওকস – ইংল্যান্ডের তারকা ক্রিকেটার এখনও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানননি।
  • রাইলি রোসো – দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এখনও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানননি।