AFC CUP: আন্তর্জাতিক পর্যায়ে প্রথম হ্যাটট্রিক করে উচ্ছ্বসিত উইলিয়ামস
এএফসি কাপের প্লে-অফে হ্যাটট্রিক করে বেশ খুশি ডেভিড উইলিয়ামস। আন্তর্জাতিক পর্যায়ে এটাই প্রথম হ্যাটট্রিক বাগানের অজি স্ট্রাইকারের।
কলকাতা: ম্যাচের শেষ বাঁশি বাজতেই গ্যালারির দিকে ছুটে গেলেন প্রীতম শুভাশিসরা। গ্যালারি জুড়ে তখন একটাই নাম মোহনবাগান (Mohun Bagan)। ভরা যুবভারতীতে দর্শকদের সামনে খেলার জেকি মাহাত্ম্য, বুঝতে পারেন শুধুমাত্র ফুটবলাররাই। ভাবা হচ্ছিল শ্রীলঙ্কার ক্লাবের চেয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তুলবে আবাহনী। ম্যাচের ফল পরিষ্কার বলে দিচ্ছে মোহনবাগানের জিততে কোন অসুবিধা হয়নি। ডেভিড উইলিয়ামসের (david williams) হ্যাটট্রিকে সহজেই গ্রুপ রাউন্ডে পৌঁছে গেল এটিকে মোহনবাগান। ১৮মে থেকে শুরু হবে গ্রুপ পর্বের লড়াই। বাগানের গ্রুপে আছে মেজিয়া, বসুন্ধরা আর গোকুলাম।
দল ৩-১ গোলে জিতলেও ফুটবলারদের খেলায় পুরোপুরি খুশি নন বাগান কোচ হুয়ান ফেরান্দো। ম্যাচ শেষে বাগানের স্প্যানিশ কোচ বললেন, ‘দ্বিতীয়ার্ধে ওরা অনেক প্রেসিং ফুটবল খেলছিল। তাই আমরা কিছুটা চাপে পড়ে গিয়েছিলাম। তবে দল জেতায় খুশি। সামনে গ্রুপ স্টেজের লড়াই রয়েছে। আমাদের আরো ভালো ফুটবল খেলতে হবে।’
এএফসি কাপের প্লে-অফে হ্যাটট্রিক করে বেশ খুশি ডেভিড উইলিয়ামস। আন্তর্জাতিক পর্যায়ে এটাই প্রথম হ্যাটট্রিক বাগানের অজি স্ট্রাইকারের। তিনি বলেন, ‘ এর আগে অনেক প্রতিযোগিতায় হ্যাটট্রিক করলেও, আন্তর্জাতিক মঞ্চে এটাই প্রথম। দর্শক ভর্তি গ্যালারির সামনে হ্যাটট্রিক করে খুব ভালো লাগছে। এই ম্যাচের জন্য আমরা অনেক পরিশ্রম করেছিলাম। এই ম্যাচে কিছু ভুলভ্রান্তি হয়েছে ঠিকই, তবে শুধরে নেব।’
আরও পড়ুন: AFC Cup: বাগান সমর্থকদের আন্দোলনের মুখ হয়ে উঠলেন সুফল