এক মরসুমে ৬ ট্রফি জয় বায়ার্ন মিউনিখের

ক্লাব বিশ্বকাপের (Club World Cup) ফাইনালে তিগ্রেসকে (Tigres) ১-০ গোলে হারাল বায়ার্ন মিউনিখ (Bayern Munich)। এক মরসুমে ছটা ট্রফি জিতে বার্সেলোনাকে ছুঁয়ে ফেলল বায়ার্ন মিউনিখ। ২০০৯ সালে বার্সেলোনা ৬টি ট্রফি জিতেছিল। প্রায় এক যুগ পর মেসিদের কৃতিত্ব ছুঁল জার্মান চ্যাম্পিয়নরা।

| Edited By: | Updated on: Feb 12, 2021 | 1:14 PM
ম্যাচের ৫৯ মিনিটে একমাত্র গোল বায়ার্নের ফরাসি রাইটব্যাক বেঞ্জামিন পাভারের।(সৌজন্যে- বায়ার্ন মিউনিখ টুইটার)

ম্যাচের ৫৯ মিনিটে একমাত্র গোল বায়ার্নের ফরাসি রাইটব্যাক বেঞ্জামিন পাভারের।(সৌজন্যে- বায়ার্ন মিউনিখ টুইটার)

1 / 5
ম্যাচজুড়ে তিগ্রেসদের দাপট দেখা গেলেও শেষ হাসি ফোটে মিউনিখের।(সৌজন্যে- তিগ্রেস টুইটার)

ম্যাচজুড়ে তিগ্রেসদের দাপট দেখা গেলেও শেষ হাসি ফোটে মিউনিখের।(সৌজন্যে- তিগ্রেস টুইটার)

2 / 5
বায়ার্নের সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি বলেন, "আমি মনে করি এটা ফুটবলের অন্যতম বড় কৃতিত্ব, আমরা কীভাবে খেলেছি তা দীর্ঘ সময়ের জন্য মনে রাখা হবে।"(সৌজন্যে- বায়ার্ন মিউনিখ টুইটার)

বায়ার্নের সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি বলেন, "আমি মনে করি এটা ফুটবলের অন্যতম বড় কৃতিত্ব, আমরা কীভাবে খেলেছি তা দীর্ঘ সময়ের জন্য মনে রাখা হবে।"(সৌজন্যে- বায়ার্ন মিউনিখ টুইটার)

3 / 5
বুন্দেশলিগা, জার্মান কাপ, জার্মান সুপার কাপ, চ্যাম্পিয়ন লিগ, ইউরোপিয়ান সুপার কাপ আগেই জিতেছিল বায়ার্ন । এ বার সেই সঙ্গে যোগ হল ক্লাব বিশ্বকাপও।(সৌজন্যে- বায়ার্ন মিউনিখ টুইটার)

বুন্দেশলিগা, জার্মান কাপ, জার্মান সুপার কাপ, চ্যাম্পিয়ন লিগ, ইউরোপিয়ান সুপার কাপ আগেই জিতেছিল বায়ার্ন । এ বার সেই সঙ্গে যোগ হল ক্লাব বিশ্বকাপও।(সৌজন্যে- বায়ার্ন মিউনিখ টুইটার)

4 / 5
জয়ের পর ফুটবলারদের উচ্ছাস।(সৌজন্যে- বায়ার্ন মিউনিখ টুইটার)

জয়ের পর ফুটবলারদের উচ্ছাস।(সৌজন্যে- বায়ার্ন মিউনিখ টুইটার)

5 / 5
Follow Us: