এক মরসুমে ৬ ট্রফি জয় বায়ার্ন মিউনিখের
ক্লাব বিশ্বকাপের (Club World Cup) ফাইনালে তিগ্রেসকে (Tigres) ১-০ গোলে হারাল বায়ার্ন মিউনিখ (Bayern Munich)। এক মরসুমে ছটা ট্রফি জিতে বার্সেলোনাকে ছুঁয়ে ফেলল বায়ার্ন মিউনিখ। ২০০৯ সালে বার্সেলোনা ৬টি ট্রফি জিতেছিল। প্রায় এক যুগ পর মেসিদের কৃতিত্ব ছুঁল জার্মান চ্যাম্পিয়নরা।
Most Read Stories