Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Messi surpasses Ronaldo: রোনাল্ডোকে ছাপিয়ে ইউরোপের ‘রাজা’ মেসিই

Lionel Messi and Cristiano Ronaldo: গতবছর বিশ্বকাপ জয়ের পর থেকে সময়টা দারুণ কাটছে লিওনেল মেসির। চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোকে ছাপিয়ে একের পর এক রেকর্ড নিজের নামে করে নিচ্ছেন।

Messi surpasses Ronaldo: রোনাল্ডোকে ছাপিয়ে ইউরোপের 'রাজা' মেসিই
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 09, 2023 | 12:06 PM

প্যারিস: নামের পাশে ফুটবল বিশ্বকাপ জয়ী ফুটবলারের তকমা লেগে গিয়েছে গত বছরই। ব্যক্তিগত পুরস্কারে ঝুলি ভরেছে। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে সমানতালে এগিয়ে চলছেন লিওনেল মেসি (Lionel Messi)। কোনও জায়গাতেই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে এগিয়ে থাকতে দিতে নারাজ। রোনাল্ডোর (Cristiano Ronaldo) রেকর্ডে ভাগ বসানো, তাঁকে ছাপিয়ে যাওয়ার কীর্তি চলছেই। শনিবার রাতেও ফের একবার সিআর৭-এর রেকর্ডে ভাগ বসালেন আর্জেন্টাইন তারকা। লিগ ওয়ানে শনি রাতে পিএসজির ম্যাচ ছিল নিসের বিরুদ্ধে। ম্যাচটি ২-০ গোলে জিতেছে প্যারিসের সেরা ক্লাবটি। ম্যাচের দুটির মধ্যে একটি গোল করেছেন মেসি। আর এতেই রোনাল্ডোকে ছাপিয়ে গিয়েছেন তিনি। কীভাবে? মেসির নয়া রেকর্ড তুলে ধরল  TV9 Bangla-য়।

নামের পাশে ফুটবল বিশ্বকাপ জয়ী ফুটবলারের তকমা লেগে গিয়েছে গত বছরই। ব্যক্তিগত পুরস্কারে ঝুলি ভরেছে। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে সমানতালে এগিয়ে চলছেন লিওনেল মেসি। কোনও জায়গাতেই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে এগিয়ে থাকতে দিতে নারাজ। রোনাল্ডোর রেকর্ডে ভাগ বসানো, তাঁকে ছাপিয়ে যাওয়ার কীর্তি চলছেই। শনিবার রাতেও ফের একবার সিআর৭-এর রেকর্ডে ভাগ বসালেন আর্জেন্টাইন তারকা। লিগ ওয়ানে শনি রাতে পিএসজির ম্যাচ ছিল নিসের বিরুদ্ধে। ম্যাচটি ২-০ গোলে জিতেছে প্যারিসের সেরা ক্লাবটি।

লিয়ঁ-র বিরুদ্ধে ঘরের মাঠে হারের পর পিএসজি সমর্থকদের ব্যপক সমালোচনার মুখে পড়েছিলেন লিওনেল মেসি। এসব দেখে বার্সেলোনা সমর্থকরা মেসিকে প্যারিস ছেড়ে আসার আহ্বান জানান। শনিবার রাতে সমালোচনার জবাব দিয়েছেন মেসি। নিসের বিরুদ্ধে ২৬ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় পিএসজি। ৭৬ মিনিটে দ্বিতীয় গোলটি সের্গিও ব়্যামোসের। পিএসজি সমর্থকদের জবাব দেওয়ার দিনে ইউরোপের সর্বকালের সেরা গোলস্কোরারে পরিণত হয়েছেন লিও। ছাপিয়ে গিয়েছে রোনাল্ডোকে। প্রাক্তন বার্সা তারকার গোল সংখ্যা ৭০২। মোট ৮৪৬টি ম্যাচ খেলে এই রেকর্ড গড়েছেন তিনি। সেখানে রোনাল্ডোর গোলসংখ্যা ৭০১। মোট ৯৮৯টি ম্যাচ খেলে ইউরোপে ৭০১টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো। এখন আর ইউরোপের ক্লাবে খেলেন না তিনি। তাই মেসিকে ছাপিয়ে যাওয়ার সুযোগ নেই তাঁর সামনে।