Cristiano Ronaldo: রোনাল্ডোর রাজকীয় প্রত্যাবর্তনের দিনেও বিতর্ক

Man Utd vs Newcastle: একেবারে রাজকীয় প্রত্যাবর্তন যাকে বলে। নিউক্যাসলের বিরুদ্ধে জোড়া গোল করে ম্যাচের নায়ক রোনাল্ডো (Cristiano Ronaldo)। ১২ বছর ১২৪ দিন পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে গোল করলেন তিনি। তবে এমন আনন্দের দিনেও থাকল বিতর্ক।

Cristiano Ronaldo: রোনাল্ডোর রাজকীয় প্রত্যাবর্তনের দিনেও বিতর্ক
Cristiano Ronaldo: রোনাল্ডোর রাজকীয় প্রত্যাবর্তনের দিনেও বিতর্ক (সৌজন্যে-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 12, 2021 | 7:56 AM

ম্যাঞ্চেস্টার: রাজকীয় প্রত্যাবর্তন এর দিনেও থাকলেও বিতর্ক। একযুগ আগে ওল্ড ট্রাফোর্ডে (Old Trafford) ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সিআর সেভেনকে (CR7) দেখতে শনিবার উপচে পড়েছিল গ্যালারি। রোনাল্ডোর খেলা দেখতে এসেছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। গ্যালারিতে ছিলেন রোনাল্ডোর মা-ও। যেই ক্লাব থেকে সিআর সেভেন এর যাত্রা শুরু, সেই ক্লাবে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করলেন পর্তুগীজ সুপারস্টার।

একেবারে রাজকীয় প্রত্যাবর্তন যাকে বলে। নিউক্যাসলের বিরুদ্ধে জোড়া গোল করে ম্যাচের নায়ক রোনাল্ডো। ১২ বছর ১২৪ দিন পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে গোল করলেন তিনি। ওল্ড ট্রাফোর্ড জুড়ে তখন শুধুই রোনাল্ডো বন্দনা। তবে এমন আনন্দের দিনেও থাকল বিতর্ক। ম্যানচেস্টার ইউনাইটেড বনাম নিউক্যাসেল ম্যাচ চলাকালীন ওল্ড ট্রাফোর্ডের আকাশে উড়লো বিমান। সেই বিমানে ঝোলানো একটা ব্যানার। যা ধরা দিল প্রতিবাদের ভাষা হয়ে।

১২ বছর আগে লাস ভেগাসে রোনাল্ডোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন এক মহিলা। দীর্ঘদিন মামলা চললেও দু’বছর আগে যে ঘটনার কথা অস্বীকার করেন পর্তুগীজ সুপারস্টার। রোনাল্ডোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ক্যাথরিন মায়োরগা। লাস ভেগাসে রোনাল্ডোর ক্যাথরিনকে একসঙ্গে দেখা গিয়েছিল। ক্যাথরিনের সমর্থনে প্রতিবাদী বিমান উড়ল ওল্ড ট্রাফোর্ডের আকাশে। ব্যানারে যেখানে লেখা , ‘বিলিভ ইন ক্যাথরিন।’ ফেমিনিস্ট গ্রুপের তরফ থেকে সেই প্রতিবাদী বিমান উড়ানো হয় ওল্ড ট্রাফোর্ডে আকাশে। তাদের সাফ বার্তা, দর্শকদের ফের একবার মনে করিয়ে দেওয়া যে রোনাল্ডো একজন ধর্ষক।

২০১০ সালে রোনাল্ডোর কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে ৩৭৫ হাজার ডলার চান ক্যাথরিন। যদিও সেই ঘটনার দোষ স্বীকার করেননি সি আর সেভেন। ২০১৮ সালে ‘মিটু মুভমেন্ট’ এর সময় ফের একবার রোনাল্ডোর বিরুদ্ধে মামলা শুরু করেন ক্যাথরিন। ফেমিনিস্ট গ্রুপ এর কো ডিরেক্টর জেনি স্টার্লিং বলেন, ‘ফুটবলের প্রতি আমাদের বার্তা, ধর্ষণের অভিযোগ কখনই দূরে সরানো যায় না।’