ISL 2021-22: পাল্টা আক্রমণেই ডার্বি জেতার অঙ্ক সাজাচ্ছেন মানোলো
আইএসএলে (ISL) গতবছর দুটো ডার্বিতেই হারতে হয়েছিল লাল-হলুদকে। এ বারের চাপটা আরও প্রবল। বড় ম্যাচে শক্তিশালী এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) বিরুদ্ধে টক্কর দিতে আত্মবিশ্বাসী দিয়াজ।
পারা: এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) কোচ আন্তোনিও হাবাস যতই বড় ম্যাচকে অন্য একটা ম্যাচের মতোই দেখুন, এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) কোচ মানোলো দিয়াজ (Manuel Diaz) যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন এই বড় ম্যাচকে। ভারতে আসার আগে থেকেই শুনেছেন ডার্বির কথা। তাঁর কাছে প্রত্যাশার চাপ গগনচুম্বী। এই একটা ম্যাচ জিততে পারলেই সমর্থকদের কাছে হিরো হয়ে যাবেন। আইএসএলে (ISL) গতবছর দুটো ডার্বিতেই হারতে হয়েছিল লাল-হলুদকে। এ বারের চাপটা আরও প্রবল। বড় ম্যাচে শক্তিশালী এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) বিরুদ্ধে টক্কর দিতে আত্মবিশ্বাসী দিয়াজ। সবুজ-মেরুনের বিরুদ্ধে নেমে পড়ার আগে সাংবাদিক সম্মেলনে যা যা বললেন লাল-হলুদ কোচ, তাই সাজিয়ে দেওয়া হল…
ডার্বির গুরুত্ব
ডার্বির গুরুত্ব আমি বুঝি। এই ম্যাচের দিকেই সর্মথকরা সারা বছর তাকিয়ে থাকে। আমার কোচিং কেরিয়ারে স্পেন আর মেক্সিকোতে ডার্বি দেখার অভিজ্ঞতা আছে।
শনিবারের বড় ম্যাচ
আইএসএলে এটা আমাদের দ্বিতীয় ম্যাচ। তবে আমরা কোন অজুহাত তৈরি করতে চাই না। জানি, এটিকে মোহনবাগান অনেক শক্তিশালী দল। ওদের কোচও খুব ভালো। যার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে। তবে আমাদের দলও তৈরি। বিপক্ষের দুর্বলতাকে কাজে লাগিয়ে শনিবারের বড় ম্যাচ জিততে চাই।
ড্যারেন সিডুল
ও আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। বড় ম্যাচের জন্য ওকেও ভাবা হচ্ছে।
আন্ডারডগ এসসি ইস্টবেঙ্গল
আন্ডারডগ তকমা নিয়ে আমরা ভাবছি না। আমরা আমাদের সেরাটা উজাড় করে দেব। বিপক্ষ এটিকে মোহনবাগানকে নিয়ে আমরা সচেতন। জানি, ওরা গতবছর ভালো পারফর্ম করেছে। এ বছরও আইএসএল শুরুর আগে এএফসি কাপ খেলে নিজেদের প্রস্তুতি সেরে ফেলেছে। আমরা প্রস্তুত ওদের বেগ দিতে।
টিম ফর্মেশন
আমাদের হাতে অপশন রয়েছে। বিভিন্ন কম্বিনেশন আর ফর্মেশনে দলকে খেলিয়ে দেখে নিচ্ছি। অল্প সময়ের মধ্যে আমাদের অনেকগুলো ম্যাচ খেলতে হবে। তাই সব রাস্তাই খোলা রাখতে হবে।
বোমাস-কৃষ্ণাকে থামানোর ছক
পরিস্থিতি অনুযায়ী ওদেরকে আটকানোর কথা ভাববো। জোনাল মার্কিং করব, না ম্যান টু ম্যান মার্কিং করব, তা পরিস্থিতি অনুযায়ী ঠিক হবে। বল যদি আমাদের বক্সের অনেক কাছে থাকে, তা হলে ম্যান টু ম্যান মার্কিং করব। আর ওদের বাকি ফুটবলাররাও যথেষ্ট শক্তিশালী। তাদের নিয়েও ভাবতে হবে।
এটিকে মোহনবাগানের আক্রমণ বনাম এসসি ইস্টবেঙ্গলের রক্ষণ
আমি এভাবে দেখছি না। গোটা এটিকে মোহনবাগানই ভয়ঙ্কর। এক বা দু’ জন ফুটবলার কখনও ম্যাচ জেতাতে পারে না। ম্যাচ জিততে হলে দলগত পারফরম্যান্স দরকার। আমার ছেলেরা তার জন্য তৈরি।
অ্যান্টোনিও পেরোসেভিচ
গত ম্যাচে ও খুব ভালো পারফর্ম করেছে। তবে দলের বাকি ফুটবলাররা যদি ভালো না হয়, তাহলে একা কিছু করতে পারবে না।
স্ট্র্যাটেজি
আমাদেরকে ভালো খেলতে হবে। প্রত্যেকটা পাস যাতে সঠিক দিশা পায়, সেই চেষ্টা করতে হবে। অ্যাটাকিং হাফে অনেক সুযোগ তৈরি করতে হবে। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে সারাক্ষণ ডিফেন্স করে যাওয়াটা সহজ কাজ নয়।