বার্সা-জুভে ম্যাচে মেসি উন্মাদনা
Barcelona: কিন্তু মেসিহীন বার্সা সমর্থকরা জয়ের আনন্দে মোটেই তৃপ্ত হলেন না। মাঠে যার প্রভাব দেখা গেল।
বার্সেলোনা: যোহান ক্রুয়েফ স্টেডিয়ামে জুভেন্তাসকে (Juventus) ৩-০ গোলে হারাল বার্সেলোনা (Barcelona)। জোয়ান গাম্পার ট্রফিতে (Joan Gamper trophy) রোনাল্ডোদের উড়িয়ে দিল মেসিহীন বার্সা। মেসি দল ছাড়ার পর প্রথম ম্যাচ বার্সেলোনার। কাতালান ক্লাব জিতলও। কিন্তু মেসিহীন বার্সা সমর্থকরা জয়ের আনন্দে মোটেই তৃপ্ত হলেন না। মাঠে যার প্রভাব দেখা গেল।
খেলার ১০ মিনিটের মাথায় ‘মেসি মেসি’ ধ্বনি গ্যালারি জুড়ে। উপস্থিত সমস্ত দর্শকদের মুখে তখন একটাই নাম। দলের সঙ্গে আর নেই। সমর্থকরা তবু মেনে নিতে পারছেন না। আর্জেন্টাইন রাজপুত্র দলে না থেকেও বার্সা সমর্থকদের মনে থেকে যাবেন আজীবন। গ্যালারিতে মেসির মুখোশ পরে খেলা দেখতে এসেছিলেন অনেকে। বেশির ভাগ দর্শকের পরনে ছিল মেসির ১০ নম্বর জার্সি। মেসির জন্য টিফো, পোস্টারে গ্যালারি ভরিয়ে দিয়েছিলেন সমর্থকরা।
⭐️ ?????????? ⭐️#BarçaJuve #TrofeuGamper @EstrellaDammUK pic.twitter.com/7AJKKs1Tcu
— FC Barcelona (@FCBarcelona) August 8, 2021
এ দিকে ট্রফি জয়ের মুহূর্তে দলের সঙ্গে থাকলেন না বার্সা ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি। মাঠে খেলার সময় এক খারাপ অভিজ্ঞতার সাক্ষী হন উমতিতি। ফরাসি ডিফেন্ডার বল ধরলেই তাঁর উদ্দেশ্যে বিদ্রুপ করেন বার্সা সমর্থকরা। উল্লেখ্য, উমতিতি আর পিজানিককে দলে রাখাতেই বার্সার বাজেট অনেকটা বেড়ে যায়। তার ফলে মেসিকে দলে নিতে পারেনি কাতালান ক্লাব। ট্রফি জয়ের সেলিব্রেশনে দলের সঙ্গে না থেকে টানেল দিয়ে বেড়িয়ে যান উমতিতি।
আরও পড়ুন: Lionel Messi: আজই সম্ভবত প্যারিসে মেসি
আরও পড়ুন: MESSI : পিএসজিতে মেসির জার্সি নম্বর ১৯ !