Australian Open 2023: ফাইনালে মুখোমুখি রিবাকিনা-সাবালেঙ্কা, অস্ট্রেলিয়ান ওপেন মহিলাদের নতুন চ্যাম্পিয়ন হবেন কে?
অস্ট্রেলিয়ান ওপেন পেতে চলেছে মহিলাদের সিঙ্গলসে নতুন চ্যাম্পিয়ন। ২৮ জানুয়ারি দুপুর ২টো নাগাদ হবে মহিলাদের সিঙ্গলসের ফাইনাল ম্যাচ।

মেলবোর্ন: অস্ট্রেলিয়া ওপেন নতুন বছরে পেতে চলেছে মহিলাদের সিঙ্গলস থেকে এক নতুন চ্যাম্পিয়ন। চলতি অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open) আজ, বৃহস্পতিবার ২৬ জানুয়ারি মহিলাদের সিঙ্গলসের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন এলিনা রিবাকিনা (Elena Rybakina) এবং ভিক্টোরিয়া আজারেঙ্কা। সেই ম্যাচে স্ট্রেট সেটে বেলারুশের টেনিস তারকা আজারেঙ্কাকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছেন রিবাকিনা। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে পোলিশ টেনিস প্লেয়ার মাগডা লিনেটকে স্ট্রেট সেটে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছেন আরিয়ানা সাবালেঙ্কা (Aryna Sabalenka)। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
রড লেভার এরিনায় মহিলাদের সিঙ্গলসের প্রথম সেমিফাইনাল ম্যাচ চলে ১ ঘণ্টা ৪১ মিনিট। সেই লড়াইয়ে বেলারুশের ভিক্টোরিয়াকে ৭-৬ (৭/৪), ৬-৩ ব্যবধানে হারিয়েছেন কাজাখস্তানের রিবাকিনা। দুরন্ত ছন্দে রয়েছেন ২০২২ সালের উইম্বলডনজয়ী রিবাকিনা। টুর্নামেন্টের ২২তম বাছাই রিবাকিনা চতুর্থ রাউন্ডে বিশ্বের ১ নম্বর তারকা ইগা স্বোয়াতেককে হারান। তার পর কোয়ার্টার ফাইনালে তিনি হারান ২০১৭ সালে রোলাঁ গারোর চ্যাম্পিয়ন জেলেনা অস্টাপেঙ্কোকে।
Welcome to your first #AusOpen final, Elena Rybakina ✨#AusOpen • #AO2023 pic.twitter.com/Cf188RKhR9
— #AusOpen (@AustralianOpen) January 26, 2023
ফাইনালে উঠে রিবাকিনা বলেন, “ফাইনালে উঠতে পেরে আমি ভীষণ খুশি। আজ আমার জন্য একটা কঠিন দিন কাটল। আমি ফাইনালে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”
Grand Slam singles final unlocked ?@SabalenkaA • #AusOpen • #AO2023 pic.twitter.com/IFqXs8eA9q
— #AusOpen (@AustralianOpen) January 26, 2023
২৪ বছর বয়সী আরিয়ানা সাবালেঙ্কা এর আগেও তিনবার গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে পৌঁছেছিলেন। প্রতিটি ম্যাচেই হেরে যান বেলারুশের টেনিস তারকা। উল্লেখ্য, ২০২১ সালের উইম্বলডনে তিনি ক্যারোলিনা প্লিসকোভার কাছে হেরে গিয়েছিলেন। ২০২১ সালেই ইউএস ওপেনে লায়লা ফার্নান্ডেজের কাছে এবং ২০২২ সালের ইউএস ওপেনে ইগা স্বোয়াতেকের কাছে হেরে যান। তিনি ওপেন যুগে পঞ্চম প্লেয়ার যিনি তিনটি বা তার বেশি সেমিফাইনাল হারার পরও একটি গ্ল্যান্ড স্লামের ফাইনালে পৌঁছেছেন।
Stunning, Sabalenka ?
The No.5 seed will play Elena Rybakina for the women’s singles title!@SabalenkaA • @wwos • @espn • @eurosport • @wowowtennis • #AusOpen • #AO2023 pic.twitter.com/gjjCFJZ0SD
— #AusOpen (@AustralianOpen) January 26, 2023
এলিনা রিবাকিনা ও আরিয়ানা সাবালেঙ্কা দু’জনই এই প্রথম বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন। এ বার অস্ট্রেলিয়ান ওপেন পেতে চলেছে মহিলাদের সিঙ্গলসে নতুন চ্যাম্পিয়ন। ২৮ জানুয়ারি দুপুর ২টো নাগাদ হবে অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনাল ম্যাচ।





