PV Sindhu: সৈয়দ মোদী চ্যাম্পিয়ন, খেতাবের খরা কাটালেন পিভি সিন্ধু
BWF: করোনার থাবায় পুরুষদের ফাইনালের খেলাই হল না। 'নো ম্যাচ' ঘোষণা করল ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন।
লখনউ: ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। কিন্তু তারপর থেকে খেতাবের খরা ছিল হায়দরাবাদি শাটলারের ট্রফি ক্যাবিনেটে। রবিবার সেই খরা কাটল। ভারতেরই ২০ বছরের খেলোয়াড় মালবিকা বাঁসোদকে স্ট্রেট গেমে হারিয়ে খেতাব জিতলেন পিভি সিন্ধু (PV Sindhu)। খেলার ফল ২১-১৬, ২১-১২। খেলা গড়াল মাত্র ৩৫ মিনিট। ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ের পর থেকে একাধিক টুর্নামেন্টের সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনালে উঠে হারতে হয়েছে ভারতের সেরা ব্যাডমিন্টন (badminton) খেলোয়াড়কে। মাঝে টোকিও অলিম্পিকে (Olympic) ব্রোঞ্জ প্রাপ্তি আছে। কিন্তু ব্যাডমিন্টন দুনিয়ায় নিজের দাপট যেন হারিয়ে ফেলছিলেন হায়দরাবাদি শাটলার। সৈয়দ মোদী ব্যাডমিন্টন (Syed Modi Tournament) চ্যাম্পিয়নশিপ জিতে সিন্ধু ট্রফির খরা যেমন কাটালেন সিন্ধু তেমনই ব্যাডমিন্টন মহলের আশা এই ট্রফিটাই সিন্ধুর কেরিয়ারকে আরেকটা ব্রেক দিতে পারে।
An all-Indian final ?? where Malvika Bansod rivals former world champion and top seed @Pvsindhu1.#BWFWorldTour #SyedModi2022 pic.twitter.com/EFBiRdYJsY
— BWF (@bwfmedia) January 23, 2022
মহিলাদের সিঙ্গেলসের ফাইনাল ম্যাচে পিভি সিন্ধু চ্যাম্পিন হয়েছেন। কিন্তু করোনার থাবায় পুরুষদের ফাইনালের খেলাই হল না। ‘নো ম্যাচ’ ঘোষণা করল ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। ম্যাচের দিন সকালেই এক খেলোয়াড়ের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাই ম্যাচ বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ট্রফি দেওয়া হবে কাকে? আর্থিক পুরস্কার কি ভাবে ভাগ করা হবে? বা রেটিং পয়েন্ট কি ভাবে ভাগ করা হবে? আমাগী কয়েকদিনের মধ্যেই সে বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবে BWF।
Opening finals match sees ?? pairs Bhatnagar/Crasto and T. Hema Nagendra Babu/Gurazada battle for the title.#BWFWorldTour #SyedModi2022 pic.twitter.com/r6sFzBzgwf
— BWF (@bwfmedia) January 23, 2022
সিন্ধুর পাশাপাশি টুর্নামেন্টে খেতাব জয় ভারতীয় মিক্সড ডাবলস জুটির। ফাইনালে ইশান-তানিশা জুটি হারাল হেমা-শ্রীভেদা জুটিকে। খেলার ফল ২১-১৬, ২১-১২। ম্যাচ গড়াল মাত্র ২৯ মিনিট।
আরও পড়ুন : Australian Open 2022: অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে দুরন্ত নাদাল