Tokyo Olympics 2020: মিশন টোকিও সফল, দেশে ফিরলেন নীরজরা

১৬ দিনের মহাযজ্ঞের শেষে আজ, সোমবার দেশে ফিরলেন ভারতীয় অ্যাথলিটরা (Indian Athletes)।

Tokyo Olympics 2020: মিশন টোকিও সফল, দেশে ফিরলেন নীরজরা
Tokyo Olympics 2020: মিশন টোকিও সফল, দেশে ফিরলেন নীরজরা (সৌজন্যে-সাই মিডিয়া টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 09, 2021 | 7:19 PM

নয়াদিল্লি: ১৬ দিনের মহাযজ্ঞের শেষে আজ, সোমবার দেশে ফিরলেন ভারতীয় অ্যাথলিটরা (Indian Athletes)। ৮ অগস্ট অনুষ্ঠিত হয়েছে টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) সমাপ্তি অনুষ্ঠান। ভারতের স্বপ্নপূরণের জন্য ১২৭ জন অ্যাথলিট গিয়েছিলেন এ বারের অলিম্পিকে অংশ নিতে। পদক সংখ্যার দিক থেকে লন্ডন অলিম্পিককেও ছাপিয়ে গিয়েছে টোকিও অলিম্পিক।

স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার (SAI) তরফ থেকে টুইটারে ভারতীয় অ্যাথলিটদের দেশে ফেরার ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে। বিমানবন্দরে অ্যাথলিটদের স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন তাঁদের পরিবারের সদস্যরা। শুধু তাই নয়, অ্যাথলিটদের এক ঝলক চোখের দেখা দেখার সুযোগ নেওয়ার জন্য হাজির ছিলেন তাঁদের ভক্তরাও।

বিমানবন্দরে পৌঁছনোর পরই অ্যাথলিটদের ফুলের তোড়া ও মালা দিয়ে অভ্যর্থনা জানানো হয়। টোকিও অলিম্পিক থেকে একটি স্বর্ণপদকসহ ভারত মোট ৭টি পদক অর্জন করেছে।

অলিম্পিকের আরও খবর পড়তে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০