Instagram ছেড়ে বেরিয়ে যাচ্ছে সবাই! হু-হু করে কমছে গ্রাহক, চিন্তায় জ়াকারবার্গ
Most Deleted App 2023: সারা বছরের হিসেবে যদি দেখা যায়, তাহলে সবথেকে বেশি সংখ্যক মানুষ ইনস্টাগ্রাম ডিলিট করেছেন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, 10,20,000 এরও বেশি ব্যবহারকারী ইনস্টাগ্রাম অ্যাপটি উড়িয়ে দিয়েছেন। অর্থাৎ 10 লাখেরও বেশি মানুষ চলতি বছরে ইনস্টাগ্রাম অ্যাপটি উড়িয়ে দিয়েছেন। একদিকে মেটা থ্রেডস অ্যাপ এবং আর একদিকে ইনস্টাগ্রাম অ্যাপ ডিলিট মার্ক জ়াকারবার্গের জন্য যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Instagram ব্যবহার করেন তো নাকি! এই প্রশ্ন শুনলে আপনি হয়তো হাসতে পারেন! সত্যি কথা বলতে গেলে কী, ইনস্টাগ্রাম ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু পরিসংখ্যান যে এক্কেবারে অন্য কথা বলছে। সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী, মোস্ট ডিলিটেড অ্যাপের তালিকায় উঠে এসেছে ইনস্টাগ্রাম। অর্থাৎ 2023 সালে রেকর্ড সংখ্যক মানুষ ইনস্টাগ্রাম ডিলিট করেছেন। অবাক করার মতো বিষয়টি হল, চলতি বছরে মানুষজন যে অ্যাপগুলি সবথেকে বেশি পরিমাণে ডিলিট করেছেন, তার প্রথমেই রয়েছে ইনস্টাগ্রাম। তারপরে রয়েছে Snapchat এবং Telegram। তাই, ইনস্টাগ্রাম যে জনপ্রিয় আপনি তা ভাবতেই পারেন। কিন্তু বাস্তবটা হল, এই অ্যাপই এখন ডিলিটও করে দিতে চাইছেন একটা বড় অংশের মানুষ। আর ব্যবহার করতে চাইছেন না, তাই তো ডিলিট করছেন।
সবথেকে জনপ্রিয় অ্যাপ
মার্কিন প্রযুক্তি সংস্থা টিআরজি ডেটা সেন্টারের একটি রিপোর্ট অনুযায়ী, খুব অল্প সময়ের মধ্যে সবথেকে জনপ্রিয় অ্যাপ হয়ে উঠেছে Threads। মেটার এই অ্যাপটি যেমন কম দিনে জনপ্রিয়তা পেয়েছিল, তেমনই আবার তা সংস্থার মাথাব্যথার কারণও হয়ে উঠেছে। পরিসংখ্যান বলছে, এক সপ্তাহের মধ্যে এই অ্যাপ সবথেকে বেশি সংখ্যক ব্যবহারকারী হারিয়েওছে। থ্রেড অ্যাপটি চালু হওয়ার 24 ঘণ্টার মধ্যে 100 মিলিয়ন ব্যবহারকারী যোগ দিয়েছে ঠিকই, কিন্তু পরবর্তী 5 দিনের মধ্যে 80 শতাংশ ব্যবহারকারী অ্যাপটি ছেড়েও বেরিয়ে গিয়েছে। তার ফলে বড় ক্ষতিরও সম্মুখীন হয়েছে মেটা।
মোস্ট ডিলিটেড অ্যাপ
লঞ্চ হওয়ার পরক্ষণেই কোনও অ্যাপ ডিলিট করেছেন বা তা ছেড়ে বেরিয়ে গিয়েছেন, এমন প্ল্যাটফর্ম অতি অবশ্যই মেটার থ্রেডস। কিন্তু সারা বছরের হিসেবে যদি দেখা যায়, তাহলে সবথেকে বেশি সংখ্যক মানুষ ইনস্টাগ্রাম ডিলিট করেছেন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, 10,20,000 এরও বেশি ব্যবহারকারী ইনস্টাগ্রাম অ্যাপটি উড়িয়ে দিয়েছেন। অর্থাৎ 10 লাখেরও বেশি মানুষ চলতি বছরে ইনস্টাগ্রাম অ্যাপটি উড়িয়ে দিয়েছেন। একদিকে মেটা থ্রেডস অ্যাপ এবং আর একদিকে ইনস্টাগ্রাম অ্যাপ ডিলিট মার্ক জ়াকারবার্গের জন্য যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
যে কয়েকটি অ্যাপ সবথেকে বেশি ডিলিট করা হয়েছে
ইনস্টাগ্রামের পর যে অ্যাপ সবথেকে বেশি ডিলিট করা হয়েছে, তা হল স্ন্যাপচ্যাট। 1,28,500 জন ব্যবহারকারী স্ন্যাপচ্যাট ডিলিট করেছেন। তার ঠিক পরেই রয়েছে X (আগে যার নাম ছিল টুইটার) এবং টেলিগ্রাম। Facebook, TikTok, YouTube, WhatsApp এবং WeChat-এর মতো জনপ্রিয় অ্যাপগুলিও অনেকেই ডিলিট করেছেন। 49,000 জন ফেসবুক ডিলিট করেছেন এবং হোয়াটসঅ্যাপ ডিলিট করেছেন 4,950 জন ব্যবহারকারী।
বেড়েই চলেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা
বিশ্বব্যাপী একটা বড় অংশের ব্যবহারকারী একাধিক অ্যাপ ডিলিট করছেন ঠিকই। কিন্তু তারপরেও প্রতিনিয়িত রেকর্ড হারে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, 2023 সালে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা ও তার বৃদ্ধি আগের সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে। এই সংখ্যা 4.8 বিলিয়ন ছাপিয়ে গিয়েছে। তাছাড়াও ওই রিপোর্ট থেকে এ-ও জানা গিয়েছে, ব্যবহারকারী প্রতিদিন গড়ে সোশ্যাল মিডিয়ার পিছনে 2 ঘণ্টা 24 মিনিট করে অতিবাহিত করেন।





