Vi Free Data: ভোডাফোন আইডিয়ার এই 1.5GB দৈনিক ডেটা প্যাক দুটিতে এবার অতিরিক্ত আরও 75GB
Vi Recharge: ভোডাফোন আইডিয়া তার দুটি রিচার্জ প্ল্যানে গ্রাহকদের অতিরিক্ত 75GB ডেটা অফার করছে। সেই প্ল্যান দুটি ও তাদের অফার সম্পর্কে বিস্তারিত তথ্য একনজরে দেখে নিন।
Vi 75GB Free Data: ভোডাফোন আইডিয়া তার জনপ্রিয় দুটি প্ল্যানে গ্রাহকদের 75GB পর্যন্ত অতিরিক্ত ডেটা অফার করছে। সেই প্ল্যান দুটি রিচার্জ করতে গ্রাহকদের যথাক্রমে 1449 টাকা ও 2889 টাকা খরচ করতে হয়। তবে এই অতিরিক্ত পরিমাণ ডেটা ছাড়া প্ল্যান দুটির অন্যান্য সব অফার একই থাকছে। এই দুটি প্ল্যানে গ্রাহকদের 1.5GB করে ডেইলি ডেটা, প্রতিদিন 100টি করে SMS এবং আনলিমিটেড ভয়েস কলিং অফার করা হয়। এছাড়াও এই দুই প্ল্যানেই রয়েছে Vi Hero আনিলিমিটেড বেনিফিটস ও উইকেন্ড ডেটা রোলওভার, যার মাধ্যমে গ্রাহকরা প্রতি মাসে অতিরিক্ত 2GB ডেটা ফ্রি ব্যাকআপ হিসেবে পেয়ে যান।
যেসব ভোডাফোন আইডিয়া ব্যবহারকারীরা লং-টার্ম প্রিপেড প্ল্যান তথা অতিরিক্ত মেয়াদের প্ল্যানের খোঁজ করেন, তাঁদের জন্য চমৎকার হতে পারে 1449 টাকা ও 2889 টাকার প্ল্যান দুটি। Vi লেটেস্ট অফারে 75GB পর্যন্ত অতিরিক্ত ডেটার সঙ্গেই এই দুই প্রিপেড প্ল্যানের যাবতীয় অফার সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।
ভোডাফোন আইডিয়া 1449 টাকার প্ল্যানের অফার
নতুন অফারে Vi প্ল্যানটিতে গ্রাহকরা 50GB অতিরিক্ত ডেটা পেয়ে যাবেন। তবে অফারটি সীমিত সময়ের জন্যই উপলব্ধ। যদিও কতদিন পর্যন্ত অফার মিলবে, সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানায়নি Vi। 1449 টাকার প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 1.5GB ডেটা অফার করা হয়। সেই সঙ্গেই আবার রয়েছে প্রতিদিন 100টি করে SMS, আনলিমিটেড ভয়েস কলিং এবং Vi Hero আনলিমিটেড বেনিফিটস। প্ল্যানটি 180 দিনের জন্য বৈধ। প্ল্যানটি সবথেকে সুবিধাজনক হল বিঞ্জ ওয়াচারদের জন্য। কারণ, তাঁরা রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে সার্ফিং, স্ট্রিমিং এবং ইন্টারনেট বেনিফিটস পেয়ে যাবেন।
পাশাপাশি এই প্ল্যানে Vi Movies & TV এবং ডেটা ডিলাইটসও মিলবে, যার মাধ্যমে আপনি প্রতি মাসে 2GB ডেটা ফ্রি ব্যাকআপ হিসেবে পেয়ে যাবেন। এছাড়াও এই প্ল্যানটি উইকেন্ড ডেটা রোলওভার অফার করবে, যা ব্যবহারকারীদের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সময়কালে সমস্ত অব্যবহৃত ডেটাকে সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবার কাজে লাগাতে দেবে।
ভোডাফোন আইডিয়া 2889 টাকার প্ল্যানের অফার
এই প্ল্যানে Vi ব্যবহারকারীরা সব মিলিয়ে মোট 75GB ডেটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। অন্যান্য অফারের মধ্যে রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100টা করে SMS পাঠানোর সুযোগ, দৈনিক 1.5GB করে ডেটা। এই সব হিসেব কষেই দেখা যাচ্ছে 365 দিন মেয়াদের এই প্ল্যানে সর্বসাকুল্যে আপনি পেয়ে যাচ্ছেন 547.5GB ডেটা।
আগের মতোই এই প্ল্যানেও রয়েছে উইকেন্ড ডেটা রোলওভার। অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অব্যবহৃত ডেটা শনি ও রবিবারে কাজে লাগানোর সুযোগ। পাশাপাশি আগের প্ল্যানটির মতো এতেও আপনি রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত ফ্রি-তেই ডেটা ব্যবহার করতে পারবেন এবং সার্ফ ও বিঞ্জের মতোও মজা উপভোগ করতে পারবেন। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে Vi Movies & TV-র ফ্রি অ্যাক্সেস এবং 2GB ডেটা প্রতি মাসে ব্যাকআপ হিসেবে কাজে লাগানোর সুযোগ।