Whatsapp: হোয়াটসঅ্যাপে কীভাবে নিজেই নিজেকে মেসেজ পাঠাবেন? শিখে নিন কৌশল
হোয়াটসঅ্যাপে একজন ইউজার কীভাবে নিজেই নিজেকে মেসেজ বা নোট পাঠাবেন? জেনে নিন ট্রিকস।
ফেসবুক অধিকৃত হোয়াটসঅ্যাপ বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলির মধ্যে অন্যতম। বিশ্বব্যাপী ২০ মিলিয়নের বেশি ইউজার রয়েছে এই মেসেজিং অ্যাপের। আজকাল প্রায়শই হোয়াটসঅ্যাপের বিভিন্ন ধরনের নতুন ফিচার চালু হচ্ছে। এছাড়াও হোয়াটসঅ্যাপে রয়েছে বেশ কিছু কলাকৌশল, যা আমাদের প্রতিদিনের জীবনে নানা ভাবে কাজে লাগে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে একজন ইউজার অন্য ইউজারকে তো মেসেজ পাঠাতে পারেন। একইভাবে অন্য ইউজারের তরফেও মেসেজ আসে। কিন্তু হোয়াটসঅ্যাপে যে একজন ইউজার নিজেকেই মেসেজ পাঠাতে পারেন, তা বোধহয় অনেকেরই জানা ছিল না।
হোয়াটসঅ্যাপে কীভাবে নিজেকে মেসেজ করবেন, জেনে নিন টিপস
- প্রথমে আপনার ফোন বা কম্পিউটারে একটা ব্রাউজার খুলে নিন। গুগল ক্রোম বা মোজিলা ফায়ারফক্স- এ জাতীয় ব্রাউজার খুলতে হবে।
- এবার অ্যাড্রেস বারে লিখতে হবে wa.me//, তারপর নিজের সেই ফোন নম্বর যা দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হয়েছে। আর মোবাইল নম্বর লেখার আগে আপনার দেশের নির্দিষ্ট ‘কান্ট্রি কোড’ দিতে হবে। অর্থাৎ wa.me//91xxxxxxxxxx এভাবে লিখতে হবে।
- এর পরে আপনার সামনে একটি উইন্ডো খুব তাড়াতাড়ি খুলে যাবে। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ খোলা যাবে। মোবাইল ইউজারদের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের উপর তাদের মোবাইল নম্বর লেখা থাকবে এবং অ্যাকাউন্ট খুলে যাবে। দেখা যাবে প্রোফাইল পিকচারও।
- এর ফলে একজন ইউজার নিজেই নিজেকে মেসেজ, নোট, ছবি, ভিডিয়ো এসব পাঠাতে পারবেন। প্রয়োজনে গুরুত্বপূর্ণ নোট বা মেসেজ সেভ করে রাখতে পারবেন।
- অন্যদিকে কম্পিউটার- ডেস্কটপ বা ল্যাপটপের ক্ষেত্রে একটি নতুন উইন্ডো খুলে যাবে। সেখানে একটি বাটন থাকবে ‘Continue to Chat’। এই বাটনে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ ওয়েব অথবা ডেস্কটপ হোয়াটসঅ্যাপ অ্যাপ ইউজারের নিজস্ব চ্যাটবক্স নিয়েই খুলে যাবে। এক্ষেত্রেই ইউজার নিজের সঙ্গেই চ্যাট করার অপশন পাবেন।
- মূলত গুরুত্বপূর্ণ নোট বা মেসেজ সেভ করে রাখতে এই ফিচার কাজে লাগে।
তবে উপরের টিপসগুলো ছাড়াও হোয়াটসঅ্যাপে নিজেকে মেসেজ পাঠানোর আরও একটা উপায় আছে। ধরুন একজন অন্য সদস্যকে নিয়ে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ তৈরি করলেন আপনি। পরে ওই সদস্যকে সরিয়ে দিলেন । কেবলমাত্র আপনি থেকে যাবেন ওই গ্রুপে। এবার ওই গ্রুপে আপনি প্রয়োজনীয় মেসেজ পাঠাতেই পারেন যা আদতে আপনার কাছে ফিরে আসবে।
আরও পড়ুন- WhatsApp: পয়লা নভেম্বর থেকে এইসব ফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ! দেখুন তালিকা
আরও পড়ুন- Whatsapp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপের আইকন ইমেজে ব্যবহার করা যাবে ইমোজি বা স্টিকার