BJP-TMC: অর্জুন সিংয়ের বাড়ির সামনে তৃণমূলের জমায়েত, উঠল ‘জয় বাংলা’ স্লোগান
BJP-TMC News: ঘটনাকে কেন্দ্র করে যাতে দুই পক্ষের মধ্যে কোনওভাবেই সংঘর্ষ শুরু না হয়ে যায় সে কারণে আগাম প্রস্তুতি নিয়ে রাখে পুলিশ। অর্জুন সিংয়ের বাড়ি থেকে অনতিদূরে করে দেওয়া হয় ব্যারিকেড। মোট তিন তিনটি ব্যারিকেড দিয়ে দেওয়া হয় পুলিশের তরফে।
ভোটের দামামা বেজে গিয়েছে। তার আগে নতুন করে তপ্ত হচ্ছে ব্যারাকপুরের মাটি। ফের প্রকাশ্যে পার্থ-অর্জুন তরজা। অর্জুন সিংয়ের বাড়ির সামনে ব্যাপক উত্তেজনা। তৃণমূলের জমায়েত থেকে উঠল জয় বাংলা স্লোগান। তা নিয়েই চাপানউতোর এলাকার রাজনৈতিক মহলে। ঘটনাকে কেন্দ্র করে যাতে দুই পক্ষের মধ্যে কোনওভাবেই সংঘর্ষ শুরু না হয়ে যায় সে কারণে আগাম প্রস্তুতি নিয়ে রাখে পুলিশ। অর্জুন সিংয়ের বাড়ি থেকে অনতিদূরে করে দেওয়া হয় ব্যারিকেড। মোট তিন তিনটি ব্যারিকেড দিয়ে দেওয়া হয় পুলিশের তরফে। অন্যদিকে আবার এ দৃশ্য দেখে এপারে মাঠে নেমে পড়েন বিজেপির কর্মী সমর্থকেরাও। উঠল জয় শ্রী রাম ধ্বনি।