রক্তদান শিবির বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়ে থাকে। সেরকমই শোভাবাজারের কাছে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে রক্ত দানের নিয়ম কিছুটা আলাদা। সবাই রক্তদান করতে পারবেন না সেখানে। শরীরে ট্যাটু নিয়ে রক্তদান করা যায় না। তাই রোনাল্ডো ট্যাটু করান নি অন্য ফুটবলারদের মত। রক্তদান করেন তিনি। রক্তদান শিবিরে অনেক রক্তদাতা মধ্যে এমন একজনকে দেখা গেল, তাঁর হাতে ট্যাটু ভর্তি। কিন্তু তিনি রক্ত দিতে চান।
অনেক রক্তদাতাই ভাবছেন, ট্যাটু থাকলে কেন তাঁরা রক্ত দিতে পারবেন না। অনেকে আবার হাতে ট্যাটু করিয়ে বহুবারই রক্ত দিয়েছেন। ট্যাটু করিয়ে রক্ত দেওয়া কতটা বিপদজনক,সেটা কি জানেন? এবার ইস্টবেঙ্গলের ফুটবলাররা ও সমর্থকরা রোনাল্ডোর ছবি সামনে রেখেই এই প্রচার করছেন। Don’t do tattoos donate blood এই স্লোগানে।