Jagannath Dev Viral Butterfly: জগন্নাথ দেবের মতো দেখতে প্রজাপতি

Supriyo Ghosh

Supriyo Ghosh |

Updated on: Feb 26, 2023 | 3:11 PM

Jagannath Dev: দেশ-বিদেশ থেকে ভক্তরা ভিড় করেন পুরীর জগন্নাথ দেবের মন্দিরে। ওড়িশাতে এবার এক অদ্ভুত প্রজাপতির সন্ধান মিলল, যার মুখটা হুবহু জগন্নাথ দেবের মতো।

দেশ-বিদেশ থেকে ভক্তরা ভিড় করেন পুরীর জগন্নাথ দেবের মন্দিরে। ওড়িশাতে এবার এক অদ্ভুত প্রজাপতির সন্ধান মিলল, যার মুখটা হুবহু জগন্নাথ দেবের মতো। গত মঙ্গলবার ওড়িশার জজপুরে জগন্নাথ দেবের মতো দেখতে প্রজাপতিটি প্রথমবার দেখা যায়। প্রজাপতিটিকে দেখা গিয়েছিল জজপুরেরই জগন্নাথ দেবের একটি মন্দিরে। ভিডিয়োটি ভাইরাল হতে এক মিনিটও বেশি সময় লাগেনি। ভিডিয়ো ভাইরাল হতেই ওই জগন্নাথ দেবের মন্দিরে প্রচুর মানুষ ভিড় জমাতে থাকেন। Kalinga TV তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই প্রজাপতিটির একটি ভিডিয়োও প্রকাশ করেছে। জগন্নাথ দেবের মতো দেখতে প্রজাপতিটি বাদামি বর্ণের। এর মাথার ধরনটি এমনই, যা জগন্নাথ দেবের মুখের সঙ্গে হুবহু মিলে যায়। এই প্রজাপতিটিকে দেখার পর অনেকেই ঐশ্বরিক বিস্ময় বলে দাবি করেছেন। অনেকে বলেছেন যে, জগন্নাথ দেব ওড়িশার মানুষজনের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ধরা দেন। কেউ আবার প্রজাপতিটির পুজোও করেছেন জজপুরের জগন্নাথ দেবের মন্দিরে পৌঁছে গিয়ে। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, সারা বিশ্বেই এই ধরনের প্রজাপতির সংখ্যা খুব কম।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla