Tarapith Kali Tample News: তারাপীঠে কৌশিকী অমাবস্যার প্রস্তুতি!

Tarapith Kali Tample News: তারাপীঠে কৌশিকী অমাবস্যার প্রস্তুতি!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Sep 12, 2023 | 8:22 PM

এবছর ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর ৪ টে ৩১ মিনিটে কৌশিকী অমাবস্যার তিথি শুরু হচ্ছে। অমাবস্যায় তিথি চলবে পরের দিন অর্থাৎ ১৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৬ টা ৩৯ মিনিট পর্যন্ত।

এবছর ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর ৪ টে ৩১ মিনিটে কৌশিকী অমাবস্যার তিথি শুরু হচ্ছে। অমাবস্যায় তিথি চলবে পরের দিন অর্থাৎ ১৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৬ টা ৩৯ মিনিট পর্যন্ত। মন্দির কমিটির আশা এবছর প্রায় ৫ থেকে ১০ লক্ষেরও বেশি পূর্ন্যার্থী তারাপীঠ মন্দিরে আসবেন। সেই উপলক্ষে সেজে উঠছে তারাপীঠ। তারাপীঠে আসা পূণ্যার্থীরা যাতে নির্বিঘ্নে মা তারার পুজো দিতে পারেন তার জন্য সব রকম ব্যবস্থা করেছে বীরভূম জেলা পুলিশ ও তারাপীঠ মন্দির কমিটি। তারাপীঠ মন্দিরের প্রবেশ পথ গুলিতে বসানো হচ্ছে মেটাল ডিটেক্টর গেট। তারাপীঠ মন্দির ও তারাপীঠ মন্দির এলাকা জুড়ে বসানো হচ্ছে সিসি টিভি ক্যামেরা। মন্দিরের গর্ভগৃহে প্রবেশের জন্য তৈরী করা হচ্ছে অস্থায়ী বাঁশের ব্যারিকেড। মন্দির কমিটির পক্ষ থেকে ১৭৫ জন বেসরকারি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে। বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে রাজ্য পুলিশের আধিকারীক সহ ১০০০ জন পুলিশ কর্মী এবং ১৭০০ সিভিক ভল্যান্টিয়ার মোতায়েন করা হবে। থাকবে মহিলা ও সাদা পোশাকের পুলিশ। আগামিকাল অর্থ্যাৎ ১৩ সেপ্টেম্বর বুধবার দুপুর ২ টো থেকে তারাপীঠে কোন গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। ১৪ নম্বর জাতীয় সড়কে রামপুরহাটের মুনসুবা মোড়, চাকপাড়া মোড়, মল্লারপুরের আম্বা মোড়, বাহিনা মোড় তারাপীঠ থানার বেসিক মোড়ে আটকে দেওয়া হবে সমস্ত গাড়ি। সাধনা করে সাধক বামদেব কৌশীকি অমাবস্যার রাতে মা তারার দর্শন পেয়েছিলেন। সেই উপলক্ষে প্রতিবছর এই দিনটিতে কয়েক লক্ষ পূর্ন্যার্থীর ভিড় হয় তারাপীঠে। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। সিদ্ধপীঠ তারাপীঠ। তারাপীঠে মা তারার মন্দিরের পাশেই দ্বারকা নদীর পাড়ে রয়েছে তারাপীঠ মহাশ্মশান। তারাপীঠের এই মহাশ্মশানের পঞ্চমুন্ডির আসনে বসে সপ্তঋষি বশিষ্ট মুনি তপস্যা করে মা তারার দর্শন পেয়েছিলেন। কৌশিকী অমাবস্যার তিথিতেই এই শ্মশানের শ্বেতশিমুল বৃক্ষের নীচে সাধনা করে মা তারার দর্শন পেয়ে সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামদেব। সেই সময় থেকেই মহাসমারোহে কৌশিকী অমাবস্যা পালিত হয়ে আসছে তারাপীঠে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কৌশিকী অমাবস্যার তিথিতে তারাপীঠের মহাশ্মশানে তন্ত্র সাধনা করতে আসেন বহু তন্ত্রসাধক। মহাশ্মশানে জ্বলে ওঠে হাজারে হাজারে হোমকুণ্ড। মা তারার দর্শন পেতে এবং সাধনায় সিদ্ধিলাভ পাওয়ার আশায় তারাপীঠে এসে ভিড় জমান তন্ত্রসাধক থেকে সাধারণ পূর্ন্যার্থীরাও।

Published on: Sep 12, 2023 07:50 PM