Viral Video: মহিলার উপরে ফণা তুলল কিং কোবরা
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে,একটি খোলা জায়গায় খাটিয়ে পেতে ঘুমাচ্ছেন এক মহিলা। তাঁর অনতিদূরেই গরু,বাছুর-সহ অন্যান্য পশুদেরও বেঁধে রাখা আছে। একটি বিপজ্জনক কোবরা এসে খাট বেয়ে মহিলার পিঠের উপরে গিয়ে বসে।
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে,একটি খোলা জায়গায় খাটিয়ে পেতে ঘুমাচ্ছেন এক মহিলা। তাঁর অনতিদূরেই গরু, বাছুর-সহ অন্যান্য পশুদেরও বেঁধে রাখা আছে। একটি বিপজ্জনক কোবরা এসে খাট বেয়ে মহিলার পিঠের উপরে গিয়ে বসে। তারপর সে এদিক-সেদিক তাকাতে থাকে। মহিলা যখন বুঝতে পারেন,তাঁর উপরে একটি সাপ উঠে বসে আছে তিনি এক ফোঁটাও নড়াচড়া করেন না। ঠিক যেন কোনও এক মূর্তির মতো শুয়েই থাকেন। ভয়ে তিনি চিৎকার করতে শুরু করে দেন। পরিবারের লোকজনকে ডাকাডাকি করতে থাকেন। যদিও মহিলার আওয়াজ শুনে তাঁর পরিবারের সদস্যরা সেখানে চলে এলে সাপটি যথাস্থানেই থেকে যায়। সে-ও এদিক-সেদিক তাকাতে থাকে, মহিলাকে কিছু করার সাহস পায় না। মহিলা যখন বুঝতে পারেন যে,তাঁর জীবন বিপন্ন, তখন তিনি খুব বুদ্ধি করে নিজেকে শান্ত রাখেন। খানিক পরে সাপটি মহিলার কোনও ক্ষতি না করে ওই স্থান ছেড়ে চলে যায়। IFS অফিসার সুশান্ত নন্দা তাঁর টুইটার পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করেছিলেন। তিনি টুইটার ব্যবহারকারীদের কাছ থেকে জানতে চেয়েছিলেন, তাঁদের সঙ্গে এমনটা হল কী করতেন তাঁরা? মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট এই ভিডিয়োর ভিউ প্রায় ৭৬০০০ ছাপিয়ে গিয়েছে। বহু মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন এই ভিডিয়ো দেখে।
king cobra wrapped over sleeping woman this is what happened next watch video