Salman Khan News: জেল জীবনে বাথরুম পরিষ্কার, সবটা বললেন সলমন
কখনও কখনও একটা সুন্দর বাথরুমও মনে করিয়ে দিতে পারে জেলের সেই সব দিনের কথা। মনে করিয়ে দিতে পারে সুপারস্টার হয়েও জেলের বাথরুম পরিস্কার করার দিন। ঠিক যেমনটা ঘটেছে সলমন খানের সঙ্গে। বিগবস ওটিটির ফাইনালে এসে তিনি শেয়ার করেছেন সেই স্মৃতি। জানিয়েছেন, জেলে থাকতে সব কাছে একাই করতে হয়েছে তাঁকে। তা বাথরুম পরিষ্কার হোক অথবা নিত্যদিনের সাধারণ কাজ।
ভারতীয় হলেন অক্ষয় কুমার
এযাবৎ ‘কানাডা কুমার’ তকমা পেয়েছিলেন অক্ষয় কুমার। কারণ একটাই, জন্মসূত্রে তাঁর কাছে ছিল কানাডার নাগরিকত্ব। তবে স্বাধীনতা দিবসের দিনেই তিনি দিলেন এক সুখবর। পেলেন ভারতীয় নাগরিকত্ব। সেই ছবিই শেয়ার করে অক্ষয় লিখেছেন, “মন ও নাগরিকত্ব– দুটোই হিন্দুস্থানী। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।”
ফিরল সলমনের জেল-স্মৃতি
কখনও কখনও একটা সুন্দর বাথরুমও মনে করিয়ে দিতে পারে জেলের সেই সব দিনের কথা। মনে করিয়ে দিতে পারে সুপারস্টার হয়েও জেলের বাথরুম পরিস্কার করার দিন। ঠিক যেমনটা ঘটেছে সলমন খানের সঙ্গে, বিগবস ওটিটির ফাইনালে এসে তিনি শেয়ার করেছেন সেই স্মৃতি, জানিয়েছেন, জেলে থাকতে সব কাছে একাই করতে হয়েছে তাঁকে। তা বাথরুম পরিষ্কার হোক অথবা নিত্যদিনের সাধারণ কাজ।
‘ফাইটার’-এর প্রথম ঝলক
আভাস মিলেছিল আগেই। ৭৭তম স্বাধীনতা দিবসে অবশেষে মুক্তি পেল হৃতিক রোশনের পরবর্তী ছবি ‘ফাইটার’-এর প্রথম ঝলক। জুন মাসে প্রকাশ্যে এসেছিল ‘ফাইটার’ হিসাবে হৃতিকের ফার্স্ট লুক। এবার সামনে এল ‘ফাইটার’-এর টিজার।
রান্না জানেন না কিয়ারা
একেবারেই রান্না জানেন না কিয়ারা আডবাণী। সম্প্রতি তাঁকে রান্না নিয়ে প্রশ্ন করতেই তিনি বলেন, “আমি এখনও শ্বশুরবাড়িতে কিচ্ছু বানাইনি। শুধুমাত্র জল গরম করেছি হয়তো’। তবে সিদ্ধার্থ মালহোত্র ভাল রাঁধুনি, জানিয়েছেন কিয়ারা।
বিস্ফোরক শত্রুঘ্ন-পুত্র
কেউ সাহায্য করেনি। বিস্ফোরক শত্রুঘ সিনহার ছেলে লাভ। বাবা শত্রুঘ্নের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, “ইন্ডাস্ট্রিতে অনেক বড় মানুষ রয়েছেন, যাদেরকে আমার বাবা সাহায্য করেছেন। পরিবারের ঘনিষ্ঠ কেউ আমায় সাহায্য করতে পারতেন, পারতেন কাজ দিতে, কিন্তু না, আমি কোনও কাজ পাইনি।”
প্রয়াত সুরকার প্রদীপ দাশগুপ্ত
গত বছর ৩১ শে জুলাই প্রয়াত হন সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। গায়িকার মৃত্যুর এক বছর কাটতে না কাটতেই সুরালোকে পাড়ি দিলেন তাঁর ‘চিরদিনের সাথী’ প্রদীপ দাশগুপ্ত। মঙ্গলবার স্বাধীনতা দিবসের দিনই প্রয়াত হলেন সুরকার, গীতিকার, গায়ক প্রদীপ দাশগুপ্ত।
অসুস্থ হয়ে হাসপাতালে মিষ্টি
হঠাৎই অসুস্থ, হাসপাতালে ভর্তি করতে হল অভিনেত্রী মিষ্টি সিংকে। সোমবার ‘দিদি নম্বর ওয়ান’-এর শুটিং ছিল তাঁর। তিনি হাজিরও হয়েছিলেন। কিন্তু সেখানে গিয়েই হঠাৎই অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। গায়েও ধুম জ্বর। এরপরেই আর দেরি করা হয়নি। স্বামী ও পরিবারের লোকেরা হাসপাতালে ভর্তি করেন তাঁকে।
প্রেমিকের সঙ্গে দারিংবাড়িতে ‘মিশকা’
ঘন সবুজ জঙ্গল। এরই মধ্যে দু’জনে বুঁদ দু’জনায়। অল্প কয়েকদিনের ছুটি মিলেছে তাঁর। এ সুযোগ কি হাতছাড়া করা যায়? তাই ছোট পর্দার জনপ্রিয় ভিলেন ‘মিশকা’ ওরফে অহনা দত্ত বেরিয়ে পড়েছে দারিংবাড়ি, সঙ্গে তাঁর প্রেমিক দীপঙ্কর রায়।
প্রকাশ্যে ‘রক্তবীজ’-এর পোস্টার
২০১৪ সালের ২ অক্টোবর। মহাষ্টমীর দিন বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণ ঘটে। কেন ঘটেছিল এই ঘটনা? কী হয়েছিল সেদিন? সেই প্রেক্ষাপটেই তৈরি হয়েছে নন্দিতা-শিবপ্রসাদের নতুন ছবি ‘রক্তবীজ’। যার প্রথম পোস্টার সামনে এল এই স্বাধীনতা দিবসে। পুজোতে মুক্তি পাবে এই ছবি।