তালিকায় নাম নেই প্রাক্তন দুই সেনাকর্মীর! রাজ্য ছাড়ার হুঁশিয়ারি দিলেন

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 17, 2025 | 5:50 PM

পরিবারের প্রধানদেরই নাম উঠেনি। শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম। তারই নির্বাচনী বুথ -৭৯ নম্বর বুথে ৭১১ ভোটারের মধ্যে ১১ জনের নাম বাদ গেছে। এই ১১ জনের মধ্যে কেউ মৃত কেউ ভোটার লিস্টের নাম তোলেননি। বাকি ৭০০ জনের মধ্যে ৪ জনকে আবার হেয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে।

নন্দীগ্রাম:  ভোটে নাম না উঠলে স্বপরিবার নিয়ে চলে যাবো উত্তর প্রদেশ বলছে ক্ষুব্ধ ভোটার নন্দীগ্রামে! ভারতীয় প্রাক্তন সেনা কর্মী তাকেও প্রমাণ করাতে হচ্ছে তিনি ভারতীয়। SIR গেরোয় নাজেহাল নন্দীগ্রামের দুই সেনা কর্মীসহ চার পরিবার। ক্ষোভ খোদ বিরোধী দলনেতা শুভেন্দুর নন্দনায়ক বাড় বুথেই। আবারও ভোগান্তি নন্দীগ্রামে!পরিবারের সবার ভোটার লিস্টে নাম উঠেছে কিন্তু পরিবারের প্রধানদেরই নাম উঠেনি।
শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম। তারই নির্বাচনী বুথ -৭৯ নম্বর বুথে ৭১১ ভোটারের মধ্যে ১১ জনের নাম বাদ গেছে। এই ১১ জনের মধ্যে কেউ মৃত কেউ ভোটার লিস্টের নাম তোলেননি। বাকি ৭০০ জনের মধ্যে ৪ জনকে আবার হেয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে।