Lic Scheme: জীবন আনন্দ পলিসির সুবিধা কী জানেন?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Feb 26, 2023 | 6:39 PM

সাধারণ মানুষের জীবন বিমার জন্য বিভিন্ন স্কিম রয়েছে এলআইসি-র। এর মধ্যে কয়েকটি স্কিম মধ্যবিত্তের কাছে খুবই জনপ্রিয়।এলআইসি-র সে রকমই একটি স্কিম হল জীবন আনন্দ পলিসি।

সাধারণ মানুষের জীবন বিমার জন্য বিভিন্ন স্কিম রয়েছে এলআইসি-র। এর মধ্যে কয়েকটি স্কিম মধ্যবিত্তের কাছে খুবই জনপ্রিয়।এলআইসি-র সে রকমই একটি স্কিম হল জীবন আনন্দ পলিসি। এই স্কিমের মাধ্যম বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে এলআইসি।এলআইসি-র এই স্কিমে বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা নেই। ১৫ থেকে ৩৫ বছর এই পলিসির লক ইন পিরিয়ড।বছরে এক বার বা বছরে ২ বার এর প্রিমিয়াম জমা দেওয়া যায়। কেউ চাইলে প্রতি মাসেও জমা দিতে পারেন এই পলিসির প্রিমিয়াম। ধরুন ২৫ বছরের এক ব্যক্তি ১২ বছরের জন্য ৫ লক্ষ টাকার বিমা করালেন। তাঁকে ২৭ হাজার ১০ টাকা প্রিমিয়ার হিসাবে দিতে হবে ২১টি ইনস্টলমেন্টে। এই ক্ষেত্রে, তার মোট বিনিয়োগ হবে ৫.৬৭ লক্ষ টাকা। আপনি এই নীতিতে বোনাসও পান। বর্তমানে এটি প্রতি হাজারে প্রায় ৪৮ টাকা, যা প্রতি বছর উপলব্ধ। এটি সময়ে সময়ে পরিবর্তিত হয় এবং এটি ৪০ থেকে ৪৮ টাকার পরিসরে পরিবর্তিত হয়। নীতিটি ম্যাচিয়র হওয়ার পরে আপনি ৫ লক্ষ টাকা পাবেন। আপনি যদি মাসিক কিস্তি ২৫০০ টাকা দিয়ে শুরু করেন এই অর্থ অতিরিক্ত বোনাস হিসাবে পাওয়া যাবে ৪.৫ লক্ষ টাকা।