Viral Video: সিডনির সুপারমার্কেটে মশলা কৌটো ফেলে ভাইরাল হল অজগর! দেখুন সেই ভাইরাল ভিডিয়ো..

এই ছবি সিডনির বাসিন্দারা দেখতে অভ্যস্ত নন। তাই স্বাভাবিক ভাবেই চমকে গিয়েছিলেন সুপারমার্কেটের গ্রাহকরা।

Viral Video: সিডনির সুপারমার্কেটে মশলা কৌটো ফেলে ভাইরাল হল অজগর! দেখুন সেই ভাইরাল ভিডিয়ো..
সিডনির সুপারমার্কেটে অজগর
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2021 | 3:34 PM

যেকোনও সুপারমার্কেট বা মুদিখানার দোকানে যাওয়া হয় দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। সেখানে গিয়ে সাধারণত কী দেখা যায়? সাবান, শ্যাম্পু বা চাল, ডাল, আটা-ময়দা। এই ছবিটাই দেখা যায় যেকোনও সুপারমার্কেট বা দোকানে গিয়ে। কিন্তু এবারে সুপারমার্কেটে গিয়ে সিডনির মানুষেরা দেখলেন অন্য এক ছবি।

অস্ট্রেলিয়ায় এক সুপারমার্কেটে দেখা দিল একটি অজগর সাপ। সাধারণত কোনও ছোট সাপ দেখলেও আমরা চমকে উঠি, সাপটিকে মারতে যাই বা মেরেই ফেলি। কিন্তু অজগর দেখা দিলে মোটেই সাহস হয় না তার ধারের কাছে যাওয়ার। এই একই বিষয় এখানেও ঘটেছিল। এই ছবি সিডনির বাসিন্দারা দেখতে অভ্যস্ত নন। তাই স্বাভাবিক ভাবেই চমকে গিয়েছিলেন সুপারমার্কেটের গ্রাহকরা। সেই দলে যদিও ছিলেন সেই সুপারমার্কেটের কর্মীরাও।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো..

ফেসবুকে ভাইরাল হয়ে যায় ভিডিয়োটি। ভিডিয়োটি হিলারি লেই নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ১২ সেকেন্ডের ভিডিয়োতে দেখা যায় যে, একটি অজগর সাপ উঁকি দেয় সুপারমার্কেটে। ফেলে দেয় সমস্ত মসলার কৌটো। ভিডিয়োটির ক্যাপশনে লেখা রয়েছে যে, ‘ক্রিকি, অনলি ইন অস্ট্রেলিয়া!!!’ এছাড়াও ক্যাপশনে লেখা থাকে যে, আজ স্থানীয় গ্লেনোরি উলওয়ার্থস অপরাধ করছিল। কোনও কিউআর কোড ছিল না এবং ছিল না কারোর মুখে মাস্কও। ভাগিস্য, সেখানে এরকম প্রজাতিরই একজন ছিলেন। একটি ভাল ফলাফল হিসাবেও অভিনন্দন জানান ওই ফেসবুক ব্যবহারকারী। ভিডিয়োটি এক হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে।

পরে খবরটি সিডনির একটি সংবাদমাধ্যমেও দেখানো হয়। এখানে ২৩ বছর বয়সী হেলাইনা আলাতির কথা উল্লেখ করা হয়েছে, যিনি মশলা বিভাগে এই সরীসৃপের মুখোমুখি হয়েছিলেন। তিনি বলেছিলেন যে সাপটি তার থেকে মাত্র ২০ সেন্টিমিটার দূরে ছিল। তিনি চিনতে পেরেছিলেন যে অজগরের এই প্রজাতিটির নাম হল ডায়মন্ড পাইথন। শুধু তাই নয়, এমনকি প্রায় ৩ মিটার লম্বা ছিল অজগর সাপটি।

অজগর দেখে বেশ চমকে উঠে ছিলেন গ্রাহক থেকে কর্মী প্রায় সবাই। দ্রুত খবর দেওয়া হয় বনদপ্তরে। বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীরা সেই সুপারমার্কেটে গিয়ে সাপটিকে উদ্ধার করে এবং নিকটবর্তী বনাঞ্চলে গিয়ে সাপটিকে ছেড়ে দেয়।

 

আরও পড়ুন: চলন্ত ট্রেনে চড়তে গিয়ে বিপদ! সটান প্ল্যাটফর্মে ছিটকে পড়লেন মহিলা, তারপর…