Bolpur TET: এক রত্তি সন্তানকে নিয়েই টেট পরীক্ষা দিতে যাচ্ছিলেন, পথেই মর্মান্তিক ঘটনার শিকার পরীক্ষার্থী

Bolpur TET: পরীক্ষা দিতে যাচ্ছিলেন, সঙ্গে ছিল শিশুসন্তান আর শাশুড়ি, পথেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা।

Bolpur TET: এক রত্তি সন্তানকে নিয়েই টেট পরীক্ষা দিতে যাচ্ছিলেন, পথেই মর্মান্তিক ঘটনার শিকার পরীক্ষার্থী
দুর্ঘটনার কবলে টেট পরীক্ষার্থী
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2022 | 1:29 PM

বীরভূম: টেট পরীক্ষা দিতে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল গাড়ি। পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে টেট পরীক্ষার্থী। আহত পরীক্ষার্থীর  শিশু সন্তান-সহ পরিবারের সদস্যরা। আহতদের সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে। দুর্ঘটনায় পরীক্ষা ওতটা আহত না হলেও, পরিবারের সদস্যরা আহত হওয়ায়, তিনি আর পরীক্ষা দিতে যাননি। ঘটনাটি ঘটেছে সদাইপুর থানার বাঁধেরশোল গ্রামে।

জানা যাচ্ছে, ওই পরীক্ষার্থীর নাম শুভশ্রী দে। সদাইপুর থানার বাঁধেরশোল গ্রামের কাছে ১৪ নং জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। মাঝি গ্রাম থেকে হেতমপুরে টেট পরীক্ষা দিতে যাচ্ছিছিলেন শুভশ্রী দে। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে চার চাকা গাড়িটি। প্রত্য়ক্ষদর্শীরা জানাচ্ছেন, গাড়ির গতিবেগ বেশি ছিল। সে কারণে কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। গাড়িতে থাকা ওই পরিক্ষার্থীর এক শিশু সন্তান, তাঁর শাশুড়ি এবং গাড়ির চালক আহত হন। তাঁদের সদাইপুর থানার পুলিশ উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়।

টেট পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে একটি গাড়িও। এদিন সকালে ঘটনাটি ঘটে বাঁকুড়ার কোতুলপুর থানার সাঁইতাড়া ও মীর্জাপুরের মাঝে। ঘটনায় কেউ হতাহত হননি। পরে পুলিশের অন্য একটি গাড়িতে করে সময়মতো প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হয় পরীক্ষাকেন্দ্রে।