Burdwan Fire: শীতের রাতে ঝলসেছে শরীর, জীবন্ত জ্বলছে খুদে প্রাণগুলো, পড়শিরা দেখলেন মৃত্যুর হাতছানি

Burdwan Fire: কীভাবে আগুন লাগল,তা এখনও স্পষ্ট নয়।

| Edited By: | Updated on: Dec 08, 2022 | 4:20 PM
ভীষণ রকমভাবে মুরগির ডাক শুনতে পাচ্ছিলেন। কিন্তু এতটা রাতে এত মুরগির ডাক তো স্বাভাবিক নয়। মানে আর পাঁচটি দিনে স্থানীয় বাসিন্দারা তা শোনেন না। কৌতুলহল বশতই তাঁরা ঘর থেকে বেরিয়ে এসেছিলেন, দেখেন মুরগির মাংসের দোকান তখন দাউ দাউ করে জ্বলছে।

ভীষণ রকমভাবে মুরগির ডাক শুনতে পাচ্ছিলেন। কিন্তু এতটা রাতে এত মুরগির ডাক তো স্বাভাবিক নয়। মানে আর পাঁচটি দিনে স্থানীয় বাসিন্দারা তা শোনেন না। কৌতুলহল বশতই তাঁরা ঘর থেকে বেরিয়ে এসেছিলেন, দেখেন মুরগির মাংসের দোকান তখন দাউ দাউ করে জ্বলছে।

1 / 5
বর্ধমান শহরের বাথানপাড়ায় একটি মুরগির মাংসের দোকানে ভয়াবহ আগুন। ঝলসে মৃত্যু হয়েছে একাধিক মুরগির। ভস্মীভূত গোটা দোকানও। মর্মান্তিক ঘটনা বাথানপাড়ায়। আগুনে লাগার ঘটনায়  চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বর্ধমান শহরের বাথানপাড়ায় একটি মুরগির মাংসের দোকানে ভয়াবহ আগুন। ঝলসে মৃত্যু হয়েছে একাধিক মুরগির। ভস্মীভূত গোটা দোকানও। মর্মান্তিক ঘটনা বাথানপাড়ায়। আগুনে লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

2 / 5
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে,বাথানপাড়া এলাকারই বাসিন্দা শেখ সাবির। তাঁরই মুরগির দোকান রয়েছে। তবে বাড়িটা দোকান থেকে বেশ কিছুটা দূরে।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে,বাথানপাড়া এলাকারই বাসিন্দা শেখ সাবির। তাঁরই মুরগির দোকান রয়েছে। তবে বাড়িটা দোকান থেকে বেশ কিছুটা দূরে।

3 / 5
বুধবার অনেকটা রাতে স্থানীয় এক মহিলাই ফোন করেন শেখ সাবিরকে।  তিনি জানান, মাংসের দোকানে কোনওভাবে আগুন লেগেছে।

বুধবার অনেকটা রাতে স্থানীয় এক মহিলাই ফোন করেন শেখ সাবিরকে। তিনি জানান, মাংসের দোকানে কোনওভাবে আগুন লেগেছে।

4 / 5
ফোন পেয়েই তাঁরা দ্রুত দোকানে আসেন।  সাবির বলেন, "এসে দেখি গোটা ঘটনা দাউ দাউ করে জ্বলছে। ভিতরে থাকা সব দেশি ও ব্রয়লার মুরগি পুড়ে গিয়েছে। ভীষণ চিৎকার করছিল ওরা।" খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল। কীভাবে আগুন লাগল,তা এখনও স্পষ্ট নয়।  শেখ সাবিরের সন্দেহ কেউ শত্রুতা করেই এই কাজ করেছেন।

ফোন পেয়েই তাঁরা দ্রুত দোকানে আসেন। সাবির বলেন, "এসে দেখি গোটা ঘটনা দাউ দাউ করে জ্বলছে। ভিতরে থাকা সব দেশি ও ব্রয়লার মুরগি পুড়ে গিয়েছে। ভীষণ চিৎকার করছিল ওরা।" খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল। কীভাবে আগুন লাগল,তা এখনও স্পষ্ট নয়। শেখ সাবিরের সন্দেহ কেউ শত্রুতা করেই এই কাজ করেছেন।

5 / 5
Follow Us: