Migrant Worker Death: অরুণাচলে ঝুলন্ত দেহ উদ্ধার দুই পরিযায়ী শ্রমিকের, বাবা-ছেলের মৃত্যুতে খুনের তত্ত্ব পরিবারের

Migrant Worker Death: পরিবার সূত্রে খবর, দু'মাস আগে অরুণাচল প্রদেশে কাজে গিয়েছিলেন গজেন এবং মনোজিৎ। বৃহস্পতিবার রাত্রিবেলা পরিবারের তরফ থেকে জানা যায় বাবা ও ছেলে দু'জনই আত্মহত্য়া করেছেন। কিন্তু কেন তাঁরা এহেন পথ বেছে নিলেন তার সদুত্তর মেলেনি। এই বিষয়ে শীতলকুচি থানার তরফে তদন্ত শুরু হয়েছে।

Migrant Worker Death: অরুণাচলে ঝুলন্ত দেহ উদ্ধার দুই পরিযায়ী শ্রমিকের, বাবা-ছেলের মৃত্যুতে খুনের তত্ত্ব পরিবারের
কোচবিহারে পরিযায়ী শ্রমিকের মৃত্যুImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2023 | 7:30 PM

কোচবিহার: ভিন রাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা এ রাজ্যে নতুন নয়। মালদহ-মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলা থেকে মৃত্যুর খবর সামনে এসেছে। এবার কোচবিহারের দুই পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার অরুণাচল প্রদেশে। খুনের অভিযোগ মৃতদের পরিবারের। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম গজেন বর্মণ ও মনোজিৎ বর্মণ। সম্পর্কে দু’জন বাবা ও ছেলে। এদের বাড়ি শীতলকুচি ব্লকের খলিসামারি অন্তর্গত সোনার চালুন এলাকায়।পরিবার সূত্রে খবর, দু’মাস আগে অরুণাচল প্রদেশে কাজে গিয়েছিলেন গজেন এবং মনোজিৎ। বৃহস্পতিবার রাত্রিবেলা পরিবারের তরফ থেকে জানা যায় বাবা ও ছেলে দু’জনই আত্মহত্য়া করেছেন। কিন্তু কেন তাঁরা এহেন পথ বেছে নিলেন তার সদুত্তর মেলেনি। এই বিষয়ে শীতলকুচি থানার তরফে তদন্ত শুরু হয়েছে।

মৃত গজেন বর্মণের ভাই বলেন, “ওদেরকে খুন করা হয়েছে। যদিও ওরা বলছে আত্মহত্যা করেছে। কিন্তু হঠাৎ করে আত্মহত্যা কেন করবে? কোনও দিন তো ওরা এমন কিছুই বলেনি। আর বাবা ছেলে এক সঙ্গে আত্মহত্যা করতে পারে? ওদের কেউ মেরে ফেলেছে।”