Trinamool Congress: টাকা নিয়ে বিজেপির লোক ঢোকাচ্ছেন দলে, অঞ্চল সভাপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

Trinamool Congress: তৃণমূল কর্মীদের অভিযোগ, দলের কর্মীদের অন্ধকারে রেখে, তাঁদের থেকে কোনও গোপন করে নিজের বাড়িতে হয়েছে গোটা কাজ। আর যে সময় এই যোগদান পর্ব চলে সেই সময় দলের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন না

Trinamool Congress: টাকা নিয়ে বিজেপির লোক ঢোকাচ্ছেন দলে, অঞ্চল সভাপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ তৃণমূল কর্মীদের
মিছিল তৃণমূল কর্মীদের Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 15, 2024 | 3:35 PM

ভেটাগুড়ি: উত্তরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ও অঞ্চল সভাপতির দ্বন্দ্ব প্রকাশ্যে এল ভেটাগুড়িতে। মঙ্গলবার সকালে ভেটাগুড়ি ১ নম্বরের অঞ্চল সভাপতি ধীরেন বর্মনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করল দলের কর্মী-সমর্থকেরা। তাঁদের দাবি, দলের প্রোটোকল না মেনেই অঞ্চল সভাপতি ধীরেন বর্মন বিজেপির পঞ্চায়েত সদস্যকে রাতের অন্ধকারে দলে যোগদান করিয়েছেন। 

তাঁদের আরও অভিযোগ, দলের কর্মীদের অন্ধকারে রেখে, তাঁদের থেকে কোনও গোপন করে নিজের বাড়িতে হয়েছে গোটা কাজ। আর যে সময় এই যোগদান পর্ব চলে সেই সময় দলের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন না। দলীয় কর্মীদের আরও অভিযোগ, টাকার জন্যই এই কাজ করেছেন ধীরেন। টাকা নিয়েই বিজেপির ওই পঞ্চায়েত সদস্যকে দলে যোগদান করিয়েছেন। তাতেই ক্ষোভ বাড়ছে দলের অন্দরে। উঠছে ধীরেনের পদত্যাগের দাবি। 

এই ঘটনার প্রতিবাদে, ভেটাগুড়ি বাজারে একটি বিক্ষোভ মিছিল প্রদর্শন করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। কর্মী-সমর্থকদের আরও দাবি দলের মধ্যে ভাঙনের নেপথ্যে রয়েছেন তৃণমূলের ওই নেতা। ধীরেনই অঞ্চল সভাপতি থাকার ফলে দলের মধ্য়ে গোষ্ঠী কোন্দল বাড়ছে। যদিও ধীরেন আবার কাঠগড়ায় তুলছেন ব্লক সভাপতিকে। নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে তিনি বলছেন, “আসলে যে টাকা খেয়েছে সে সাধু সেজে বসে আছে। আর যাঁরা মিছিলে ছিল তার বেশিরভাগ লোকই বিজেপির।”