Balurghat: পানীয় সঙ্গে মাদক মিশিয়ে সর্বস্ব লুঠ জওয়ানের!

Balurghat Crime: বাসেই দুষ্কৃতীরা ওই জওয়ানকে পানীয় কিছুর সঙ্গে নেশার দ্রব্য খাইয়ে দেয় বলে জানা গিয়েছে

Balurghat: পানীয় সঙ্গে মাদক মিশিয়ে সর্বস্ব লুঠ জওয়ানের!
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2021 | 3:16 PM

বালুরঘাট: বাসে পানীর সঙ্গে মাদক জাতীয় দ্রব্য খাইয়ে এক এসএসবি জওয়ানের সর্বস্ব লুঠ দুষ্কৃতীদের৷ আজ সকালে বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ডে একটি নাইট সার্ভিসের গাড়িতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই এসএসবি জওয়ান।

এদিকে, বিষয়টি স্থানীয়দের ও পুলিশের নজরে আসতেই ওই জওয়ানকে বাস থেকে নামিয়ে যাত্রী প্রতিক্ষালয়ে রাখা হয়। পাশাপাশি খবর দেওয়া হয় বালুরঘাট থানার পুলিশকে। পরে খবর পেয়ে ঘটনাস্থানে আসে বালুরঘাট থানার পুলিশ এবং ওই জওয়ানকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।

জানা গিয়েছে জওয়ানের নাম বিনোদ রাম। বাড়ি বিহারের নারায়ণপুর এলাকায়। তিনি ফালাকাটায় ৫৩ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত রয়েছেন। গতকাল ছুটি পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। বালুরঘাটগামী একটি নাইট সার্ভিস বাসে ওঠেন।

এদিকে বাসেই দুষ্কৃতীরা ওই জওয়ানকে পানীয় কিছুর সঙ্গে নেশার দ্রব্য খাইয়ে দেয় বলে জানা গিয়েছে। যার ফলে বাসেই বেহুশ পড়ে ওই জওয়ান৷ এদিকে বিহারের পূর্ণিয়া মোড় এলাকায় নামার কথা থাকলেও নেশাগ্রস্ত অবস্থায় বালুরঘাটে চলে আসেন বিনোদ রাম। বাসের সব যাত্রী না গেলেও ওই যাত্রী বেহুশ অবস্থায় থাকায় বাসকর্মীদের সন্দেহ হয়।

এরপরই বালুরঘাট বাস স্ট্যান্ড এলাকায় কর্মরত পুলিশ কর্মীদের পুরো বিষয়টি জানান বাসের কর্মীরা। পরে পুলিশকর্মীরা তাঁকে বাস থেকে নামিয়ে যাত্রী প্রতিক্ষালয়ে রাখেন এবং সেখান থেকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন৷

ওই এসএসবি জওয়ানের মানি ব্যাগে কোনও টাকা পয়সা ছিলনা। এমনকী দামি কোনও সামগ্রীও ছিল না। ওই সেনা জওয়ানের সঙ্গে ঠিক কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

এবিষয়ে স্থানীয় ব্যবসায়ী মাধব মৈত্র জানান, ওই এসএসবি জওয়ান একটি নাইট সার্ভিস বাসে করে বালুরঘাটে আসে। বেহুশ অবস্থা বাসে ছিল। এরপর সকলে মিলে তাঁকে বাস থেকে নামিয়ে পুলিশে খবর দেন। বাস বা ট্রেনে এমন ঘটনা মাঝে মধ্যেই ঘটছে। সেই জায়গা থেকে নিত্যযাত্রীদের আরও সচেতন হওয়া প্রয়োজন। ওই জওয়ানের কথা স্পষ্ট না হওয়া ফলে কি ভাবে ঘটনা ঘটেছে তা বুঝতে পারছেন না তারা।

এসএসবি জওয়ান বিনোদ রাম জানান, সে কিশানগঞ্জে যাচ্ছিল। কিন্তু এখানে কি করে এলেন জানেন না। ফালাকাটায় এসএসবিতে কর্মরত রয়েছে।

অন্যদিকে বালুরঘাট থানার আইসি অসীম গোপ জানান, খবর পেয়ে ওই ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছেন তারা৷

উল্লেখ্য, ঠাণ্ডা পানীয় খাইয়ে অপরাধ এই প্রথম নয়। কলকাতায়ও এই ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর। সল্টলেক থেকে ক্যাব ভাড়া করে গাড়িতে ওঠে এক অল্প বয়সি যুবক-যুবতী। কিছুদূর যাওয়ার পরই কোল্ড ড্রিঙ্ক কেনার জন্য গাড়ি থেকে নামেন তাঁরা। এরপর নিজেরা খাওয়ার পাশাপাশি চালককেও প্রস্তাব দেয়। চালক সেই পানীয় খাবার পর অচৈতন্য হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর দেখতে পান গাড়ি থেকে লুট হয়ে গিয়েছে সব কিছু। ড্রাইভারের টাকা, মোবাইল, অন্যান্য সামগ্রী এমনকী গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ খুলে নেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, ফোন যায় চালকের বাড়ির নম্বরে। এরপর দুর্ঘটনার মিথ্যা খবর জানিয়ে টাকা দাবি করা হয়। এরপর ওই চালকে উদ্ধার করে বেহালা থানার পুলিশ। বর্তমানে ওই ব্যক্তি বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: Dilip Ghosh: দিলীপের উপর ‘হামলা’, কোথায় গেল ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! কেন ছিল না পুলিশ?