Locket vs Rachana: ‘এটা কোনও রিয়েলিটি শো নয়…’, কী এমন বললেন রচনা, যাতে এমন চটলেন লকেট

TMC-BJP: ভোট ময়দানে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দুই ফুলের প্রার্থী কেউই। রচনা যেমন ভোটের প্রচারে বেরিয়ে একেবারে অল আউট অ্যাটাক শানিয়েছেন লকেটের দিকে। বিদায়ি সাংসদ নাকি পাঁচ বছরে এলাকায় কিছুই করেননি, শুধু ভোটের সময় প্রচারে দেখা যাচ্ছে। এমনই অভিযোগ তুলতে দেখা গিয়েছে রচনাকে। আর তা শুনেই পাল্টা অ্যাটাক মোডে বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মহিলা মুখ লকেটও।

Locket vs Rachana: 'এটা কোনও রিয়েলিটি শো নয়...', কী এমন বললেন রচনা, যাতে এমন চটলেন লকেট
লকেট বনাম রচনাImage Credit source: Twitter and Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Mar 21, 2024 | 5:44 PM

হুগলি: এককালে দু’জনে একসঙ্গে অভিনয় করেছেন। কিন্তু এখন সেসব অতীত। লোকসভা ভোটের রণাঙ্গনে এখন যুযুধান দুই পক্ষ। একজন হুগলির বিদায়ি সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। অন্যজন ভোট রাজনীতিতে নবাগতা ছোট পর্দার ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায়। ভোট ময়দানে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দুই ফুলের প্রার্থী কেউই। রচনা যেমন ভোটের প্রচারে বেরিয়ে একেবারে অল আউট অ্যাটাক শানিয়েছেন লকেটের দিকে। বিদায়ি সাংসদ নাকি পাঁচ বছরে এলাকায় কিছুই করেননি, শুধু ভোটের সময় প্রচারে দেখা যাচ্ছে। এমনই অভিযোগ তুলতে দেখা গিয়েছে রচনাকে। আর তা শুনেই পাল্টা অ্যাটাক মোডে বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মহিলা মুখ লকেটও।

রচনার খোঁচায় লকেটের পাল্টা জবাব, ‘কী কাজ করেছি, তা আমি জানি। যে আমার কাছে চাইবেন, তাঁর কাছে রিপোর্ট কার্ড দেখিয়ে দেব।’ উল্টে বাংলায় তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে গত ১৩ বছরে কী কী কাজ হয়েছে, তার একটি রিপোর্ট কার্ড নিয়ে আসার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেল লকেট চট্টোপাধ্যায়। বিদায়ি সাংসদ তথা বিজেপি প্রার্থীর খোঁচা, ‘উনি কিছু জানেন না, নতুন এসেছেন রাজনীতিতে।’ বিজেপি প্রার্থীর বক্তব্য, রচনাকে যা শিখিয়ে দেওয়া হচ্ছে, তিনি সেরকমভাবেই কথা বলছেন। লকেটের বলেন, ‘এটা কোনও রিয়েলিটি শো নয়। এটা প্র্যাক্টিক্যাল। মানুষের সমস্যার কথা শুনতে হবে।’

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় অর্থাৎ ২০ মে ভোট রয়েছে হুগলিতে। সেখানে মুখোমুখি লড়াই বিজেপির লকেট চট্টোপাধ্যায় বনাম তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়ের।