Konnagar: ছিমছাম চেহারা, পোশাকও ছিল ঠিকঠাক, পেটে-পেটে এই মতলব ছিল কে বুঝবে!

Konnagar: স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শনিবার রাত্রিবেলা একজন মাঝ বয়সী ব্যক্তি ক্রেতা সেজে দোকানে আসেন। বাইরে সেই সময় বাইক নিয়ে অপেক্ষা করছিল আরও একজন বলে দাবি দোকানদারের। সোনার হার কেনার নাম করে গহনা দেখতে থাকে ওই দোকানে থাকা ব্যক্তি।

Konnagar: ছিমছাম চেহারা, পোশাকও ছিল ঠিকঠাক, পেটে-পেটে এই  মতলব ছিল কে বুঝবে!
সোনার দোকানে চুরিImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 04, 2024 | 4:17 PM

কোন্নগর: ক্রেতা সেজে ঢুকেছিলেন দোকানে। সোনার দোকানে গহনা কেনার নাম করে গহনা দেখতে চেয়েছিলেন। তবে মতলব যে ভাল ছিল না তা বুঝতে পারেনি দোকানদার। কার্যত ধোকা দিয়ে গহনার বাক্স হাতিয়ে পালিয়ে গেল চোর। ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, শনিবার রাত্রিবেলা একজন মাঝ বয়সী ব্যক্তি ক্রেতা সেজে দোকানে আসেন। বাইরে সেই সময় বাইক নিয়ে অপেক্ষা করছিল আরও একজন বলে দাবি দোকানদারের। সোনার হার কেনার নাম করে গহনা দেখতে থাকে ওই দোকানে থাকা ব্যক্তি। বাক্স খুলে চেন দেখাতে থাকে দোকানদার। এরপর চোখের নিমিষেই সেই গহনার বাক্স নিয়ে দৌড়ে চলে আসে দোকানের বাইরে। আগে থেকেই বাইক স্টার্ট দিয়ে দাঁড়িয়ে ছিল বাইরে থাকা অন্য একজন। বাইকে চেপে গহনার বাক্স নিয়ে চম্পট দেয় দুজন।

এই ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়,প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগেও ওই দুইজন ওই সোনার দোকানে এসেছিলেন। তারা যে ক্রেতা সেই বিশ্বাসযোগ্যতা তৈরি করার পর এই কাণ্ড ঘটায়। স্থানীয় অন্যান্য ব্যবসায়ীরাও আতঙ্কিত। এইভাবে চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার মানুষজন। বেশ কয়েকদিন আগে চণ্ডিতলার একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢুকে চুরির ঘটনা ঘটে। পরে পুলিশ দু’জনকে গ্রেফতার করে সিসিটিভি ফুটেজ দেখে।