Rishra Old women death: সন্ধে নাগাদ ছাদে উঠেছিলেন বৃদ্ধা, এরপরের পরিণতি ভয়ঙ্কর
Rishra: মৃতার ছেলে চন্দন ঘোষ জানান তাঁরা তিন তলায় থাকেন। শব্দ পেয়ে তারাও বাইরে বেরিয়ে আসেন। কী হয়েছিল তা জানেন না।
হুগলি: ধপ করে একটা শব্দ! আর তারপর নিচে তাকিয়ে চমকে উঠে স্থানীয়রা। রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। পড়ে রয়েছেন বৃদ্ধা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হুগলি। পরে পুলিশকে খবর দেওয়া হয়। গোটা বিষয়টি আত্মহত্যা নাকি খুন তা খতিয়ে দেখছে পুলিশ।
হুগলির রিষড়া পোস্ট অফিসের ঘটনা। সেখানে অবস্থিত আবাসনের ছাদ থেকে পরে মৃত্যু হয় বৃদ্ধার। মৃতার নাম মিনতি রানি ঘোষ (৬০)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধে নামার একটু আগে আবাসনের ছাদে যান বৃদ্ধা। এরপর হঠাৎ ভারি কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পান এলাকার বাসিন্দারা। তাঁরা দেখেন রাস্তার উপর পড়ে রয়েছেন মিনতি দেবী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এদিকে ঘটনাটি ঘটনার পরই এলাকায় জমে যায় ভিড়। মৃতার ছেলে চন্দন ঘোষ জানান তাঁরা তিন তলায় থাকেন। শব্দ পেয়ে তারাও বাইরে বেরিয়ে আসেন। কী হয়েছিল তা জানেন না। চন্দন বাবু বলেন, “কী হয়েছে কেউ জানে না। হঠাৎ একটা শব্দ পাই তখনই দেখি মা পড়ে গিয়েছে। কেউই জানে না কী হয়েছে।”
ঘটনার খবর পেয়ে হাজির হয় রিষড়া থানার পুলিশ।আবাসনের ছাদে বৃদ্ধার হাওয়াই চটি পরে থাকতে দেখা যায়।ছাদে উঁচু পেরাপিট করা আছে।সেখান থেকে কি করে পরে গেলেন বৃদ্ধা,এটা নিছক দূর্ঘটনা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়না তদন্তে পাঠায় পুলিশ।
আরও পড়ুন: Dhupguri Chaos: রাস্তায় শুয়ে বিক্ষোভ মহিলাদের, ফোর লেনের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে রণক্ষেত্র
আরও পড়ুন: Ropeway Accident: আশঙ্কাই সত্যি হল! ত্রিকূটে এখনও দুর্ঘটনাগ্রস্ত রোপওয়েতে আটকে বাঙালি পর্যটকরা